নিউ দিল্লি, 22 এপ্রিল: দিল্লিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য হরিয়ানা আর উত্তরপ্রদেশ সরকারের ‘জঙ্গল রাজ’-কে দায়ী করে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ৷
একটি সাংবাদিক সম্মেলনে তিনি দিল্লি-সংলগ্ন দুই রাজ্যের সরকারি আধিকারিক ও পুলিশের দিকে আঙুল তুলে তিনি বলেন, "হরিয়ানা আর উত্তরপ্রদেশের জঙ্গল রাজ-এর জন্যই হরিয়ানা আর উত্তরপ্রদেশ থেকে অক্সিজেন এসে পৌঁছাচ্ছে না দিল্লিতে ৷ ওই দুই রাজ্যের সরকারি আধিকারিকরা আর পুলিশরা অক্সিজেন প্ল্যান্ট থেকে দিল্লিতে অক্সিজেন আসতে দিচ্ছে না ৷ আমার রাজ্যের আধিকারিকরা ওদের সঙ্গে যোগাযোগ করেছে ৷ আর আমিও কেন্দ্রের সঙ্গে কথা বলতে চেষ্টা করেছি ৷ কিন্তু অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না ৷"
গতকাল কেন্দ্রীয় সরকার দিল্লিতে অক্সিজেন সরবরাহের পরিমাণ বাড়িয়ে দিয়েছে ৷ অন্যান্য রাজ্যগুলির জন্যও একটি পরিমাণ ঠিক করে দিয়েছে ৷ তাহলে উত্তরপ্রদেশ আর হরিয়ানার সরকার দিল্লির সঙ্গে এমন ব্যবহার কেন করছে বলে প্রশ্ন তোলেন তিনি ৷ মনে হচ্ছে যেন ওই দুই রাজ্যের সরকারের সঙ্গে দিল্লির কোনও বিবাদ আছে ৷ আর এই সময়টা ঝগড়া বিবাদের নয় একসঙ্গে যুদ্ধ করার বলে জানান সিসোদিয়া ৷