নয়াদিল্লি, 7 অগস্ট: হিংসা-দীর্ণ মণিপুরে ত্রাণ ও পুনর্বাসনের বিষয়টি দেখার জন্য হাইকোর্টের তিনজন প্রাক্তন মহিলা বিচারপতির একটি কমিটি গঠনের প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট । এর পাশাপাশি শীর্ষ আদালত সোমবার সিবিআই দলগুলিকে মণিপুরের বাইরের অফিসারদের ওই রাজ্যে কাজে লাগানোর জন্যও প্রস্তাব করেছে এবং সিবিআই তদন্তের তত্ত্বাবধানের জন্য একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়ার কথা বলেছে ৷ বিশেষ তদন্তকারী দল বা সিটকে নেতৃত্ব দেওয়ার জন্য মণিপুরের বাইরের ডিআইজি পদমর্যাদার অফিসারদের নিয়োগের প্রস্তাব করেছে সুপ্রিম কোর্ট । রাজ্য সরকার মামলাগুলির তদন্তের জন্য জেলা এসপিদের নেতৃত্বে সিট গঠনের প্রস্তাব করে ।
ত্রাণ পুনর্বাসনে কমিটি: সোমবার উত্তর-পূর্বের রাজ্যের ভয়ংকর জাতিগত হিংসা সংক্রান্ত বেশ কয়েকটি পিটিশনের শুনানি শুরু করে শীর্ষ আদালত ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ বলেছে যে, বিচারপতিদের প্রস্তাবিত কমিটির নেতৃত্বে থাকবেন জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি গীতা মিত্তাল ৷ এছাড়াও কমিটিতে থাকবেন বম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শালিনী পি জোশি এবং দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আশা মেনন । বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে যে, এই কমিটি ত্রাণ, প্রতিকার এবং পুনর্বাসনের ব্যবস্থা দেখবে ।
প্রধান বিচারপতি এ দিন বলেন, কমিটি মানবিক বিভিন্ন দিক খতিয়ে দেখবে । মণিপুরের ডিরেক্টর জেনারেল রাজীব সিং রাজ্যে হিংসা ও তার কার্যকর তদন্তের উদ্দেশ্যে মামলাগুলিকে বিভক্ত করার পাশাপাশি এখনও পর্যন্ত গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে সুপ্রিম কোর্টের শুনানিতে উপস্থিত ছিলেন । তদন্তের দিক সম্পর্কে, প্রধান বিচারপতি বলেন যে, আদালত সিবিআইকে সরাবে না ৷ কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্য সরকার কর্তৃক স্থানান্তরিত এফআইআরগুলির তদন্ত করছে ।
শীর্ষ আদালত বলে যে, আইনের শাসনে বিশ্বাস নিশ্চিত করার জন্য, তারা প্রস্তাব করছে যে কমপক্ষে ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ বা ছয়জন অফিসার থাকতে হবে, যাঁদের বিভিন্ন রাজ্য থেকে সিবিআইতে আনা হবে ৷ এফআইআরগুলির তদন্তের তদারকি করার জন্য সিবিআই-এ ডেপুটেশনের ভিত্তিতে এই অফিসারদের আনা হবে ।
আরও পড়ুন:মণিপুরের ভিডিয়ো কাণ্ডে সাসপেন্ড 5 পুলিশকর্মী, অস্ত্রাগার লুটের তদন্তে আইজি পদমর্যাদার অফিসার
শীর্ষ আদালত বলেছে যে, এই আধিকারিকরা সিবিআইয়ের প্রশাসনিক সেট-আপের চারটি আধিকারিকদের মধ্যেও কাজ করবেন এবং সিবিআইয়ের যুগ্ম পরিচালকের তত্ত্বাবধানে থাকবেন ৷ আদালত অফিসারদের চিহ্নিত করেছে বলেও জানান বিচারপতি। বর্তমানে, সিবিআই 11টি ধর্ষণ এবং যৌন নিপীড়নের মামলার তদন্ত করছে, যার মধ্যে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর ঘটনাও রয়েছে ৷