আগরতলা, 9 জুলাই: শনিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে 'রক্তাস্নাত' হয়েছে পশ্চিমবঙ্গ ৷ বহু জায়গায় হিংসার ঘটনা ঘটেছে ৷ সেই ঘটনার তীব্র নিন্দা করলেন বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি ৷ ত্রিপুরাকে দেখে মমতাকে শান্তিপূর্ণ ভোট করানো শিখতে বলেছেন মানিক ৷ তিনি অভিযোগ করেছেন, পঞ্চায়েত নির্বাচনে বাংলায় শাসকদল তৃণমূলের গুন্ডারা হিংসার ঘটনা ঘটিয়েছে ৷
সোশাল মিডিয়ায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী লেখেন, "পশ্চিমবঙ্গ থেকে একের পর এক মৃত্যুর খবর আসছে ৷ যা প্রতিফলিত করছে যে সেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পঞ্চায়েত নির্বাচনের মতো গণতান্ত্রিক উৎসবে তৃণমূলের গুন্ডারা লোকদের অংশ নিতে দিচ্ছে না ৷ তাদের বাধা দেওয়া হচ্ছে এবং উত্তেজনা সৃষ্টি করে হিংসার পরিবেশ তৈরি করা হচ্ছে ৷" মমতাকে তোপ দেগে মানিক বলেন, "তৃণমূলের গুন্ডারা যে হিংসার ঘটনা ঘটাচ্ছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং মমতাজিকে ত্রিপুরা থেকে শিক্ষা নিতে বলব যে কীভাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা যায় রাজ্যে ৷"