নয়াদিল্লি, 21 অক্টোবর: গাড়ি পার্কিংয়ের সমস্যাকে কেন্দ্র করে প্রতিবেশীকে গুলি করার অভিযোগ যুবকের বিরুদ্ধে (Man Shot at by Neighbour Over Parking Issue) ৷ ঘটনাটি ঘটেছে দিল্লি সংলগ্ন বিকাশনগরে ৷ শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, গত সোমবার সন্ধেবেলা 42 বছরের শের সিংকে তাঁর দোকানের সামনে গুলি করেন অভিযুক্ত যুবক আশিস ৷ তবে গুলিবিদ্ধ শের সিংয়ের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল ৷ পুলিশ খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে আশিসকে গ্রেফতার করেছে (Outer Delhi Shootout) ৷
দিল্লির আউটার ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনার সমীর শর্মা জানিয়েছেন, সোমবার সন্ধেবেলা নিজের দোকানের সমানে বসেছিলেন শের সিং ৷ সেই সময় অভিযুক্ত আশিস একটি দেশি আগ্নেয়াস্ত্র নিয়ে শের সিংকে লক্ষ্য করে গুলি চালায় ৷ শের সিংয়ের মাথায় গুলি লাগে বলে পুলিশ জানিয়েছে ৷ ঘটনায় আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে তাঁর শরীর থেকে গুলি বের করা হয় ৷ আপাতত বিপদমুক্ত রয়েছেন শের সিং ৷ তিনি পুলিশকে বয়ান দিয়েছেন ৷