পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UP Hit and Drag Case: মথুরায় ফিরল কানঝাওয়ালার স্মৃতি, ধাক্কা মেরে 11 কিমি হিঁচড়ে নিয়ে গেল গাড়ি

উত্তরপ্রদেশের (UP Hit and Drag Case) মথুরায় ফিরল দিল্লির কানঝাওয়ালার স্মৃতি ৷ এক ব্যক্তিকে ধাক্কা মেরে 11 কিমি টেনে নিয়ে গেল একটি গাড়ি (Man dragged by car)৷ কুয়াশায় দৃশ্যমানতা কম থাকাকে দুষছে চালক ৷

UP Hit and Drag Case ETV Bharat
মথুরায় ফিরল কানঝাওয়ালার স্মৃতি

By

Published : Feb 7, 2023, 4:15 PM IST

মথুরা (উত্তরপ্রদেশ), 7 ফেব্রুয়ারি:চলতি বছরের শুরুতে দিল্লির কানঝাওয়ালা ভয়াবহতা ঘটনার স্মৃতি ফের তাজা করল উত্তরপ্রদেশের (UP Hit and Drag Case) একটি ঘটনা ৷ সোমবার রাতে নয়ডা-আগ্রা যমুনা এক্সপ্রেসওয়েতে একজন ব্যক্তিকে ধাক্কা মারার পর 11 কিলোমিটার রাস্তা টেনে নিয়ে গেল একটি গাড়ি (Man dragged by car)। মথুরার কাছে মান্ট টোল প্লাজায় গাড়িটি থামলে হিট-এন্ড-ড্র্যাগের ঘটনাটি প্রকাশ্যে আসে ।

কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা বলে দাবি চালকের: ওই গাড়ির চালক দিল্লির বীরেন্দ্র সিং ৷ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকাকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন ধৃত চালক ৷ দেহটি গাড়িটির আন্ডারক্যারেজে আটকে ছিল এবং দীর্ঘ সময় ধরে দীর্ঘ পথ সেই দেহ টেনে নিয়ে যায় গাড়িটি ৷ তার ফলে দেহটি একেবারে ছিন্নভিন্ন হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ ৷

গাড়িটির সঙ্গে আটকে যায় দেহ: দেহাতের পুলিশ সুপার ত্রিগুন বিসেন অভিযুক্তের বক্তব্য তুলে ধরে বলেছেন, "গত রাতে এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশা ছিল, তাই সবচেয়ে কম দৃশ্যমানতা ছিল ৷ সেই কারণে দুর্ঘটনার কবলে পড়া লোকটিকে টেনে নিয়ে যায় গাড়িটি ৷ গাড়িটির সঙ্গেই আটকে গিয়েছিল ওই দেহ ৷"

মৃতের পরিচয় জানা যায়নি: এসএসপি শৈলেশ কুমার পাণ্ডে জানিয়েছেন, "সোমবার গভীর রাতে একটি চার চাকার গাড়ির নীচ থেকে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে । মান্ট টোল প্লাজার কর্মীরা এই ঘটনা দেখে পুলিশকে খবর দেন ৷ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ । মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি ৷"

আরও পড়ুন:অঞ্জলির মত্যুতে ঘাতক গাড়ির মালিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ

চালক বললেন কখন ধাক্কা মেরেছেন বুঝতে পারেননি: অভিযুক্ত চালক জানিয়েছেন যে, তিনি তাঁর স্ত্রীর সঙ্গে আগ্রা থেকে নয়ডার দিকে যাচ্ছিলেন এবং কখন তাঁর গাড়ির নীচে দেহটি এসেছিল তা তিনি বুঝতেই পারেননি ৷ এলাকার ক্যামেরাগুলি স্ক্যান করা হচ্ছে এবং মৃতদেহটি যাতে শনাক্ত করা যায়, সে জন্য আশপাশের এলাকার গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে ।

একই ঘটনার সাক্ষী হয়েছিল দিল্লির কানঝাওয়ালা: চলতি বছরের 1 জানুয়ারি দিল্লির কানঝাওয়ালা এলাকায় 20 বছর বয়সি অঞ্জলি সিংকে ধাক্কা মারে একটি গাড়ি ৷ সেই গাড়িতে ছিলেন পাঁচজন যুবক ৷ ধাক্কা মারার পর কয়েক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয় অঞ্জলিকে ৷ পরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় । এই ঘটনায় গাড়ির পাঁচ আরোহী-সহ মোট সাতজনকে আটক করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details