পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tomatoes Distributes on Birthday: মেয়ের জন্মদিনে 400 কেজি টমেটো বিতরণ করলেন এক ব্যক্তি

মেয়ের জন্মদিন এমনভাবে পালন হবে যাতে সবাই মনে রাখে ৷ তাই তো অগ্নিমূল্যের বাজারে 400 কেজি টমেটো বিতরণ করে তাঁক লাগিয়ে দিলেন ব্যক্তি ৷ ঘটনাটি হায়দরাবাদের ৷ ওই ব্যক্তি টিএমআরপিএস যুব সেনার সভাপতি ৷

Tomatoes Distributes in Birthday
জন্মদিনে 400 কেজি টমেটো বিতরণ

By

Published : Jul 20, 2023, 10:03 PM IST

হায়দরাবাদ, 20 জুলাই: বর্তমানে টমেটোর দাম আকাশছোঁয়া ৷ বাজারে গেলেই ছ্যাঁকা খাচ্ছে আমজনতা ৷ এরই মধ্যে নিজের মেয়ের জন্মদিনে অতিথিদের টমেটো বিতরণ করে লাইমলাইটে এলেন এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি টিএমআরপিএস যুব সেনার সভাপতি ৷ তাঁর নাম নাল্লা শিবা মাদিগা ৷ তিনি মেয়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন ৷ তাই তাঁর এহেন উদ্যোগ ৷ তবে এক দুই কেজি নয়, চার কুইন্টাল টমেটো বিতরণ করেছেন তিনি ৷

এখন বাজারে অগ্নিমূল্য টমেটো ৷ কিন্তু রোজগারের জীবনে তা অতি প্রয়োজনীয় একটি সবজি ৷ তাই মাদিগা মেয়ের জন্মদিনে সকলকে পাত পেরে খাওয়ানোর পাশাপাশি হাতে টমেটো তুলে দেওয়ার ভাবনা নেন ৷ তবে শুধু নিমন্ত্রিত অতিথিরা শুধু নয় ৷ টমেটো বিতরণ করা হচ্ছে শুনে তা নিতে চলে আসনে বিনা আমন্ত্রিত অনেক অতিথিও ৷ কিন্তু কাউকেই নিরাশ হতে হয়নি ৷ 400 কেজি টমেটো বিতরণ হয়েছে সকলের মধ্যে ৷

আরও পড়ুন:51 কেজি মহার্ঘ টমেটো নিবেদন, তাজ্জব মন্দিরের অন্যান্য ভক্তরা

প্রসঙ্গত, এখন মূল্যবৃদ্ধির বাজারেও টমেটো দান বা বিতরণ করে অনেকে খবরের শিরোনামে উঠে আসছে ৷ সম্প্রতি এক দম্পতি সোনা বা অন্য কোনও দামি ধাতুর পরিবর্তে তাঁর মেয়ের ওজনে টমেটো দান করেন মন্দিরে ৷ ঘটনাটি অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার ৷ সেখানকার নুকালাম্মা মন্দিরে 51 কেজি মহার্ঘ টমেটো নিবেদন করা হয়েছিল । আনাকাপল্লির বাসিন্দা আপ্পা রাও এবং মোহিনী এই টমেটো নিবেদন করেছিলেন ।

আরও পড়ুন:চুরি যাওয়ার আশঙ্কা, টমেটো রক্ষায় বাউন্সার মোতায়েন সবজি বিক্রেতার

টমেটো চুরি থেকে বাঁচাতে অভিনব উপায় অবলম্বন করেন উত্তরপ্রদেশের বারাণসী জেলার এক সবজি বিক্রেতা ৷ কারণ দাম বৃদ্ধির ফলে অনেক জায়গায় টমেটো চুরির ঘটনাও সামনে এসেছে ৷ কোথাও খেত থেকে কোথাও আবার গাড়ি-সহ টমেটো হাইজ্যাক করার খবরও সামনে এসেছিল ৷

ABOUT THE AUTHOR

...view details