হায়দরাবাদ, 20 জুলাই: বর্তমানে টমেটোর দাম আকাশছোঁয়া ৷ বাজারে গেলেই ছ্যাঁকা খাচ্ছে আমজনতা ৷ এরই মধ্যে নিজের মেয়ের জন্মদিনে অতিথিদের টমেটো বিতরণ করে লাইমলাইটে এলেন এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি টিএমআরপিএস যুব সেনার সভাপতি ৷ তাঁর নাম নাল্লা শিবা মাদিগা ৷ তিনি মেয়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন ৷ তাই তাঁর এহেন উদ্যোগ ৷ তবে এক দুই কেজি নয়, চার কুইন্টাল টমেটো বিতরণ করেছেন তিনি ৷
এখন বাজারে অগ্নিমূল্য টমেটো ৷ কিন্তু রোজগারের জীবনে তা অতি প্রয়োজনীয় একটি সবজি ৷ তাই মাদিগা মেয়ের জন্মদিনে সকলকে পাত পেরে খাওয়ানোর পাশাপাশি হাতে টমেটো তুলে দেওয়ার ভাবনা নেন ৷ তবে শুধু নিমন্ত্রিত অতিথিরা শুধু নয় ৷ টমেটো বিতরণ করা হচ্ছে শুনে তা নিতে চলে আসনে বিনা আমন্ত্রিত অনেক অতিথিও ৷ কিন্তু কাউকেই নিরাশ হতে হয়নি ৷ 400 কেজি টমেটো বিতরণ হয়েছে সকলের মধ্যে ৷
আরও পড়ুন:51 কেজি মহার্ঘ টমেটো নিবেদন, তাজ্জব মন্দিরের অন্যান্য ভক্তরা