মুম্বই, 22 এপ্রিল :চিকিৎসকের উপর ছুরি নিয়ে হামলা ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হামলাকারীর ভিডিও ৷ সেই ফুটেজ দেখেই হামলাকারীকে চিহ্নিত করে গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেদ জেলায় ৷
ধৃত ওই ব্যক্তির নাম ভাউসাহেব গায়কোয়াড় ৷ গত 20 এপ্রিল নান্দেদ জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডে গিয়েছিলেন তিনি ৷ তাঁর এক আত্মীয় করোনা আক্রান্ত হওয়ায় সেখানে ভর্তি ছিলেন ৷ অভিযোগ, ওই করোনা রোগীর সঙ্গে রীতিমতো চেঁচিয়ে কথা বলছিলেন ভাউসাহেব ৷ তাঁর আচরণের বিরোধিতা করেন অন্যান্য় রোগীর আত্মীয়রা ৷ এ নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায় ৷ বাধ্য হয়েই হস্তক্ষেপ করতে হয় এক চিকিৎসককে ৷