পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata Banerjee: কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে পুলিশি হেনস্তার অভিযোগের বিরুদ্ধে সরব মমতা - বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং

দিল্লির যন্তর মন্তরে আন্দোলরত কুস্তিগীরদের উপর হেনস্তার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কুস্তিগীরদের আন্দোলনে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : May 4, 2023, 2:30 PM IST

কলকাতা, 4 মে: কুস্তিগীরদের আন্দোলনে পুলিশি অভিযানের অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার এই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী ৷ লিখেছেন, ‘‘এভাবে আমাদের মেয়েদের সম্মান ক্ষুন্ন করা অত্যন্ত লজ্জাজনক । ভারত তার কন্যাদের পাশে দাঁড়িয়েছে এবং আমি একজন মানুষ হিসেবে অবশ্যই আমাদের কুস্তিগীরদের পাশে দাঁড়াচ্ছি ।’’

প্রসঙ্গত, জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তর মন্তরে কয়েকদিন ধরেই চলছে কুস্তিগীরদের আন্দোলন । তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার অভিযোগ রয়েছে ৷ বুধবার মাঝরাতে সেই আন্দোলনস্থলে দিল্লি পুলিশ ও কুস্তিগীরদের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ ৷ বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের অভিযোগ দিল্লি পুলিশ তাঁদের সঙ্গে অত্যাচার করেছে ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী মালিক ৷

কুস্তিগীর বজরং পুনিয়ার অভিযোগ, "সারা দেশের মানুষের আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত । দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করে আমাদের উপর জোর খাটাচ্ছে ।" যদিও এই ঘটনায় দিল্লি পুলিশের ডিসিপি প্রণব তয়াল জানান, আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী-সহ তিনজনকে আটক করা হয়েছে । তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অনুমতি ছাড়াই তাঁরা বিক্ষোভস্থলে প্রবেশের চেষ্টা করেন ।

কিন্তু বজরংদের দাবি, মাঝরাতে দিল্লি পুলিশ এসে তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেছে ৷ মারধর করেছে ৷ মহিলা কুস্তিগীরদেরও গালিগালাজও করেছে ৷ কোনও মহিলা পুলিশ ছিল না ৷ কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভিনেশ ফোগত প্রশ্ন তুলেছেন, দেশের হয়ে পদক জেতার পরও তাঁদের সঙ্গে কেন দাগী আসামিদের মতো আচরণ করা হল?

ফলে এই নিয়ে কড়াভাষায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কারণ, দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে কাজ করে ৷ মমতা ওই টুইটে লিখেছেন, ‘‘আইন সবার জন্য এক । ‘শাসকের আইন’ এই যোদ্ধাদের মর্যাদাকে হাইজ্যাক করতে পারে না । তুমি তাঁদের আক্রমণ করতে পারো ৷ কিন্তু তাঁদের লড়াইয়ের শক্তি ভাঙতে পারবে না । লড়াই সঠিক এবং লড়াই চলবে ।’’

ওই টুইটে মমতা আরও লিখেছেন, ‘‘আমাদের কুস্তিগীরদের আঘাত করার সাহস করবেন না, দেশ তাঁদের কান্না দেখছে এবং দেশ আপনাদের ক্ষমা করবে না । আমি আমাদের কুস্তিগীরদের শক্তিশালী থাকার আহ্বান জানাই, আমি তাঁদের সঙ্গে আমার সমস্ত শক্তি ভাগ করে নিতে চাই ।’’

আরও পড়ুন:ভিনেশদের পুলিশি হেনস্তার ঘটনায় বৈঠকে আপ; নিন্দায় সরব মহিলা কমিশন

ABOUT THE AUTHOR

...view details