কটকের হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় কটক, 6 জুন: বালাসোরের ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে মঙ্গলবার দুপুরে কটক হাসপাতালে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন কটকের এসপিজি মেডিক্যাল কলেজ হাসপাতালে যান তিনি ৷ এখানে রাজ্যের 51 জন আহত যাত্রী চিকিৎসাধীন রয়েছেন ৷ তাঁদের মধ্যে 8 জনের অবস্থা অতি সংকটজনক ৷ তাঁরা এই মুহূর্তে আইসিইউ'তে রয়েছেন ।
মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই জানিয়েছিলেন, বালাসোর ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে এদিন তিনি কটক ও ভুবনেশ্বরে যাবেন ৷ সেই মতো এদিন দুপুরে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নিতে কটক এসপিজি মেডিক্যালল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ৷ এদিন হাসপাতালটির সার্জারি, নিউরোসার্জারি, অর্থোপেডিক বিভাগে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷
কটক এবং ভুবনেশ্বরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বালাসোর ট্রেন দুর্ঘটনায় আহত বহু যাত্রী ৷ যাঁদেরমধ্যে যাবেন অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ সূত্রের খবর, কটক থেকে সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন ভুবনেশ্বরে । সেখানকার হাসপাতালে বাংলার প্রায় 35 জন যাত্রী ভর্তি রয়েছেন ৷ এদিন রাতেই রাজ্যে ফিরে পশ্চিম মেদিনীপুরেই থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তারপর আগামী কাল তিনি কলকাতায় ফিরবেন । তবে বুধবার আবার তাঁর মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ৷ সেক্ষেত্রে রাজ্য সরকারের ঘোষিত অর্থসাহায্যের পাশাপাশি, মৃতদের পরিবার পিছু একজনকে হোমগার্রডের চাকরির কাগজপত্রও দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন: দেশের সুরক্ষা নিয়ে রাজনীতি করা অনুচিত, বালাসোর দুর্ঘটনা নিয়ে দীনেশের নিশানায় মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত রাজ্যের 103 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 31 জন ৷ আহতদের মধ্যে 97 জনের চিকিৎসা চলছে ওড়িশার বিভিন্ন হাসপাতালে ৷ কটকে এদিন মমতা ফের জানান, কী করে এই তিন ট্রেনের সংঘর্ষে এমন ভয়াবহ ঘটনা ঘটল সেই তথ্য সামনে আসা উচিত, সঠিক তদন্ত যেন হয় ৷ উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে যে ট্রেন দুর্ঘটনা ঘটে তার তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে রেল মন্ত্রক ৷