পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata Banerjee-Sonia Gandhi : হোপ 24 ; সোনিয়ার বাসভবনে মমতা, বৈঠকে রাহুলও - Mamata Banerjee

সোনিয়া গান্ধির (Sonia Gandhi) বাসবভনে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ 10 জনপদে তাঁরা বৈঠক করেন ৷ সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি-ও (Rahul Gandhi) ৷

সোনিয়ার বাসভবনে মমতা
সোনিয়ার বাসভবনে মমতা

By

Published : Jul 28, 2021, 4:49 PM IST

Updated : Jul 28, 2021, 5:56 PM IST

নয়াদিল্লি, 28 জুলাই : হোপ 24 ৷ দেশে আগামী নির্বাচনের প্রস্তুতির মঞ্চ বাঁধছেন বিরোধীরা ৷ তার পদক্ষেপ হিসাবেই বুধবার বিকেলে সোনিয়া গান্ধির (Sonia Gandhi) বাসবভনে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ 10 জনপদে শুরু হয় মমতা-সোনিয়ার চায়ে পে চর্চা ৷ এদিন রাহুল গান্ধি-ও (Rahul Gandhi) উপস্থিত ছিলেন এই বৈঠকে ৷

বৈঠক শেষে সোনিয়ার বাসভবন থেকে বেরিয়েই মমতা বলেন, "আমাদের এই বৈঠক সদর্থক হয়েছে ৷ আমি ক্যাডার, লিডার নই ৷ করোনা থেকে পেগাসাস সব ইস্যু নিয়েই আলোচনা হয়েছে ৷ আমি মনে করি এর থেকে আগামীতে সদর্থক ফল পাওয়া যাবে ৷" তৃণমূল সুপ্রিমো জানান, বিজেপিকে হারাতে সবাইকে এক হতে হবে ৷ বলা বাহুল্য, তিনি এই সবাই মানে বিরোধী জোটের কথাই বলেন ৷

জোট জল্পনা উস্কে মমতা সোনিয়ার চায়ে পে চর্চার পর 'হোপ 24'-কে হাতিয়ার করেই এগোবে তৃণমূল কংগ্রেস ৷ পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে এক হাত নিয়ে মমতার দাবি, "পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে সাফাই দিতে হবে ৷ কেন্দ্রীয় সরকারের উচিত পার্লামেন্টেই পেগাসাসের ব্যাখ্যা দেওয়া ৷ কারণ পার্লামেন্ট হল গণতন্ত্রের পীঠস্থান ৷ "

এর আগে সোনিয়ার বিরোধী জোটে অবস্থান নিয়ে বলতে গিয়ে মমতা জানান, সোনিয়া গান্ধিও বিরোধীদের ঐক্য চান ৷ কংগ্রেস আঞ্চলিক দলগুলিকে এবং আঞ্চলিক দলগুলি কংগ্রেসের উপর আস্থা রেখেছে ৷

এদিন এরপর মমতার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ৷ আগামিকাল রয়েছে শরদ পাওয়ার এবং অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের কথা ৷

আরও পড়ুন : Mamata Banerjee : আমি রাজনৈতিক জ্যোতিষী নই, 2024 নিয়ে মমতা

Last Updated : Jul 28, 2021, 5:56 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details