কলকাতা, 22 এপ্রিল: কেন্দ্র ও রাজ্যের জন্য করোনা টিকার দামের হেরফের নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি এ প্রসঙ্গে তুলে ধরেছেন বিজেপির এক দেশ এক কার্ডের তত্ত্বকে ৷
ষষ্ঠ দফার নির্বাচন চলাকালীন বৃহস্পতিবার টুইটে মমতা লিখেছেন, "বিজেপি সবসময় এক দেশ, এক দল, এক নেতার কথা বলে ৷ কিন্তু মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে তাঁরা টিকার এক দাম রাখতে পারে না ৷"
প্রত্যেক নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি জানিয়ে মমতা আরও লিখেছেন, "বয়স, ধর্ম, বর্ণ, অবস্থান নির্বিশেষে প্রত্যেক ভারতীয়ের বিনামূল্যে টিকা প্রয়োজন ৷ কেন্দ্র দিক বা রাজ্য - জিওআই-এর অবশ্যই কোভিড টিকার দাম এক রাখা উচিত ৷"
আরও পড়ুন:রাজ্যগুলির জন্য কোভিশিল্ড ভ্যাকসিনের প্রতি ডোজ় 400 টাকা, কিনতে পারবে বেসরকারি হাসপাতালও
রাজ্য় সরকারগুলিকে 400 টাকা দরে এবং বেসরকারি হাসপাতালকে 600 টাকা দরে কোভিশিল্ড টিকা বিক্রি করবে বলে জানিয়েছে সিরাম ইন্সটিটিউট ৷ যদিও কেন্দ্রীয় সরকারকে 150 টাকা দরে ভ্য়াকসিন বিক্রি করবে সংস্থাটি ৷ সংস্থার তরফ থেকে এ কথা ঘোষণা করার পরই তার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিকে, আগামী মাসের 1 তারিখ থেকে 18 বছরের ঊর্ধ্বে সকলের জন্য় টিকাকরণ শুরু হতে চলেছে ৷