নয়াদিল্লি, 13 মার্চ: অস্কারে ভারতের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress president Mallikarjun Kharge) ও দলের সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ সোমবার অস্কার জয়ী গান ‘নাতু নাতু’ ও তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর সঙ্গে জড়িত সমস্ত কলাকুশলীকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের এই দুই নেতা (Krarge-Rahul Congratulate Indian Oscar Winners) ৷ তাঁদের কথায়, এই সাফল্য ভারতকে গর্বিত করেছে ।
এসএস রাজামৌলির তেলগু পিরিয়ড অ্যাকশন ফিল্ম ‘আরআরআর’-এর ‘নাতু নাতু’ গানটি সেরা মৌলিক গান বিভাগে অ্যাকাডেমি পুরস্কার জিতেছে (Naatu Naatu wins Oscar) ৷ এই প্রথম কোনও ভারতীয় সঙ্গীত অস্কারের মঞ্চে সেরা হল ৷ ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ক্যাটাগরিতে সেরা হয়ে ইতিহাস তৈরি করেছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whisperers wins Oscar) ৷ কারণ, এর আগে কোনও ভারতীয় প্রোডাকশন এই বিভাগে পুরস্কার জেতেনি ৷
এই নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের টুইট, "আরআরআর (RRR)-এর নাতু নাতু সেরা মৌলিক গানের জন্য অস্কার জেতার খবরে আমরা ভারতীয়রা আনন্দিত ৷ ভারতে এত আনন্দ নিয়ে আসার জন্য আপনাদের ধন্যবাদ ৷ আরআরআর-এর পুরো টিমকেই অনেক অভিনন্দন ৷"