পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress on India's wins at Oscars: অস্কারে ভারতের সাফল্যে উচ্ছ্বসিত খাড়গে ও রাহুল - Naatu Naatu wins Oscar

অস্কারে সেরা হয়েছে আরআআর-এর গান নাতু নাতু ও তামিল তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ৷ তাই নিয়ে উচ্ছ্বসিত মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধি (Krarge-Rahul Congratulate Indian Oscar Winners) ৷

Congress on India's wins at Oscars
Congress on India's wins at Oscars

By

Published : Mar 13, 2023, 12:58 PM IST

Updated : Mar 13, 2023, 1:35 PM IST

নয়াদিল্লি, 13 মার্চ: অস্কারে ভারতের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress president Mallikarjun Kharge) ও দলের সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ সোমবার অস্কার জয়ী গান ‘নাতু নাতু’ ও তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর সঙ্গে জড়িত সমস্ত কলাকুশলীকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের এই দুই নেতা (Krarge-Rahul Congratulate Indian Oscar Winners) ৷ তাঁদের কথায়, এই সাফল্য ভারতকে গর্বিত করেছে ।

এসএস রাজামৌলির তেলগু পিরিয়ড অ্যাকশন ফিল্ম ‘আরআরআর’-এর ‘নাতু নাতু’ গানটি সেরা মৌলিক গান বিভাগে অ্যাকাডেমি পুরস্কার জিতেছে (Naatu Naatu wins Oscar) ৷ এই প্রথম কোনও ভারতীয় সঙ্গীত অস্কারের মঞ্চে সেরা হল ৷ ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ক্যাটাগরিতে সেরা হয়ে ইতিহাস তৈরি করেছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whisperers wins Oscar) ৷ কারণ, এর আগে কোনও ভারতীয় প্রোডাকশন এই বিভাগে পুরস্কার জেতেনি ৷

এই নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের টুইট, "আরআরআর (RRR)-এর নাতু নাতু সেরা মৌলিক গানের জন্য অস্কার জেতার খবরে আমরা ভারতীয়রা আনন্দিত ৷ ভারতে এত আনন্দ নিয়ে আসার জন্য আপনাদের ধন্যবাদ ৷ আরআরআর-এর পুরো টিমকেই অনেক অভিনন্দন ৷"

অন্যদিকে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর জয়ের প্রশংসা করে রাহুল গান্ধি জানিয়েছেন, মাদুমালাই ফরেস্ট রিজার্ভে হাতি সংরক্ষণ নিয়ে ভারতের প্রচেষ্টার হৃদয়গ্রাহী গল্পটি দেশের জন্য প্রশংসা এনেছে ও প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছে । তিনিও ওই তথ্যচিত্রের সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানিয়েছেন ৷

বিশেষ করে উল্লেখ করেছেন পরিচালক কার্তিকি গনজালভেস ও প্রযোজক গুনীত মঙ্গার কথা ৷ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেছেন, "এই দুই মহিলা বন্যপ্রাণী সংরক্ষণের সৌন্দর্য ও গুরুত্বকে হৃদয়ের উষ্ণতা দিয়ে প্রদর্শনের মাধ্যমে ভারতকে গর্বিত করেছেন ৷" আরআরআর-এর টিমের উদ্দেশ্যে রাহুল বলেছেন, "অস্কারে সেরা মৌলিক গান হিসেবে নাতু নাতুর পুরস্কার জেতার জন্য এম এম কিরাভানি, চন্দ্রবোস এবং পুরো আরআরআর টিমকে অভিনন্দন ৷"

তবে শুধু মল্লিকার্জুন খাড়গে বা রাহুল গান্ধিই নন, কংগ্রেসের আরও অনেক নেতা অস্কারের সাফল্য়ে উচ্ছ্বসিত ৷ প্রত্যেকেই এই নিয়ে টুইট করেছেন ৷ কংগ্রেসের (Congress) অফিসিয়ার টুইটার হ্যান্ডেল থেকেও আরআরআর ও দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে ৷

আরও পড়ুন:'ভারত আজ গর্বিত', 'নাতু নাতু'র অস্কার জয়ে আপ্লুত মোদি, অভিনন্দন জানালেন অন্যরাও

Last Updated : Mar 13, 2023, 1:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details