পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাসপেন্ড হওয়া সাংসদদের মিছিল! 'উপরাষ্ট্রপতি সংসদে জাতপাত বিভেদ এনেছেন', বললেন খাড়গে - উপরাষ্ট্রপতি সংসদে জাতপাত বিভেদ এনেছেন

Opposition India Block protests against MP suspension: পথে নামলেন অশীতিপর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ বিরোধী সাংসদরা ৷ এই সপ্তাহে 143 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ তিনি উপরাষ্ট্রপতির বিরুদ্ধে জাতপাত ভেদাভেদের অভিযোগ করেন ৷

ETV Bharat
বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল

By PTI

Published : Dec 21, 2023, 2:29 PM IST

নয়াদিল্লি, 21 ডিসেম্বর:সংসদে জাতপাতের ভেদাভেদ এনেছেন স্বয়ং উপরাষ্ট্রপতি, অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ বৃহস্পতিবার সকালে সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদরা নয়া সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন অশীতিপর কংগ্রেস নেতা খাড়গে ৷ সেখানে তিনি সাংবাদিকদের কাছে বলেন, "সংসদে জাতপাতের বৈষম্য এনেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷"

মঙ্গলবার সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ব্যঙ্গ করে দেখাচ্ছিলেন ৷ জানা গিয়েছে, তিনি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করছিলেন ৷ তাঁর মিমিক্রি দেখতে সেখানে সাসপেন্ড হওয়া সাংসদদের ভিড় জমে যায় ৷ সেই ঘটনায় জাতিভেদের প্রসঙ্গ তোলেন ধনকড় ৷ উপরাষ্ট্রপতি এই মিমিক্রির তীব্র সমালোচনা করেন ৷ তাঁর অভিযোগ, এই মিমিক্রিতে কৃষি পরিবার এবং জাটদের অপমান করা হয়েছে ৷ জগদীপ ধনকড় নিজেও কৃষক পরিবারের সন্তান ৷ এ নিয়ে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনীতি ৷

13 ডিসেম্বর সংসদে হামলার ঘটনা নিয়ে আলোচনা করতে চান বিরোধী সাংসদরা ৷ এই দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভা ৷ সোমবার থেকে একের পর এক সাংসদকে সাসপেন্ড করা হয় ৷ এখনও পর্যন্ত সব মিলিয়ে 143 জন সাংসদ সাসপেন্ড হয়েছেন ৷ এর প্রতিবাদেই বৃহস্পতিবার সকালে সাসপেন্ড হওয়া সাংসদরা নয়া সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন ৷

'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলির সাংসদদের অভিযোগ, লোকসভায় নিরাপত্তা ভঙ্গের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংসদের বাইরে এই বিষয়ে বিবৃতি দিয়েছেন ৷ এদিকে লোকসভা কক্ষে এ নিয়ে তাঁরা কিছু বলেননি ৷ প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমরা লোকসভায় নিরাপত্ত ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম ৷ কে এই ঘটনার জন্য দায়ী তা নিয়ে কথা বলতে চেয়েছিলাম ৷ বিরোধীরা এই ইস্যুতে আলোচনা চাইলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবিষয়ে কোনও কথা বলেননি ৷ তবে প্রধানমন্ত্রী অন্য জায়গায় কথা বলেছেন ৷"

মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, শুক্রবার 'ইন্ডিয়া' জোটের সাংসদরা সাসপেন্ড হওয়ার প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভ করবেন ৷ এছাড়া বিজেপি সরকারের এই অনৈতিক ও অবৈধ আচরণের বিরুদ্ধে দেশজুড়ে জেলার সদর কার্যালয়গুলিতেও প্রতিবাদে বসবেন নেতা, কর্মীরা ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার চায় না সংসদে কাজকর্ম হোক ৷

আরও পড়ুন:

  1. সংসদ হামলায় গ্রেফতার মনোরঞ্জনের বন্ধু! অমল-নীলম-সাগর-ললিতদের একসঙ্গে মুখোমুখি জেরা
  2. শহিদ ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত সাগর-মনোরঞ্জন! সেন্ট্রাল অ্যাসেম্বলি হামলার অনুকরণ লোকসভায়
  3. কলকাতায় ললিত ঝায়ের ভাড়া বাড়িতে অভিযান দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের 3 আধিকারিকের, খোঁজ নীলাক্ষরও

ABOUT THE AUTHOR

...view details