বেঙ্গালুরু, 21 অগস্ট:মাঝ আকাশে বিমানসেবিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার যাত্রী ৷ 33 বছর বয়সি বিমানসেবিকার দায়ের করা অভিযোগের ভিত্তিতে আকরাম আহমেদ নামে ওই যাত্রীকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ ৷ অভিযুক্ত ব্যক্তি মালদ্বীপের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিমানসেবিকার সঙ্গে দুর্ব্যবহার এবং তাঁকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।
সূত্রে খবর, 18 অগস্ট ওই অভিযুক্ত বেঙ্গালুরুর একটি বিমানে ভ্রমণ করছিলেন ৷ সে সময় মহিলা কেবিন ক্রুকে ডেকে তিনি মদ এবং কাজু চান । বিমানসেবিকা তাঁর কথা অনুযায়ী জিনিসগুলি নিয়ে হাজির হলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তরুণীর দাবি প্রথমে তাঁকে কুপ্রস্তাব দেন ওই ব্যক্তি। তারপর অশালীনভাবে স্পর্শ করতে থাকেন।
পুলিশ জানিয়েছে, পরে অন্য এক বিমান সেবিকা অভিযুক্তের কাছে মদ এবং কাজুর দাম চাইতে যান ৷ সে সময় আকরাম টাকা খোঁজার অজুহাতে অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। এমনকী বিমান অবতরণের সময়ও তিনি দু-তিনবার নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে পড়তে থাকেন । তাঁকে বসতে বলা হলে তিনি আবারও অভব্য আচরণ করতে থাকেন। ওই ঘটনায় বিমানসেবিকার এক সিনিয়র সহকর্মী বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর-পূর্ব বিভাগের ডিসিপি লক্ষ্মীপ্রসাদ জানিয়েছেন, অভিযুক্ত ব্যবসায়িক ভিসায় ভারতে এসেছিলেন ।
আরও পড়ুন:মাঝ আকাশে বিমান কর্মীর শ্লীলতাহানিতে অভিযুক্ত মদ্যপ যাত্রীকে গ্রেফতার
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার উড়ানে বিমানসেবিকাদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে ৷ মাঝ আকাশে বিমান কর্মীকে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানির অভিযোগও উঠেছে অতীতে ৷ আপৎকালীন দরজা খুলে দেওয়া ও প্রস্রাব করার মতো ঘটনাও সামনে এসেছে ৷