সুরাত, 18 অক্টোবর : মাস্ক তৈরির কারখানায় লাগল বিধ্বংসী আগুন ৷ গুজরাতের সুরাতের পালসানার কাছে একটি কারখানায় আগুন লাগে ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের ৷ গুরুতর আহত হয়েছেন 15 জন শ্রমিক ৷ কারখানার ভেতর 200 শ্রমিক আটকে পড়েছিলেন ৷ তাঁদের মধ্যে 125 জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর ৷ বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন ৷
সুরাতের পালসানা তালুকার ওয়ারলি নামে এক গ্রামে রয়েছে ওই মাস্ক কারখানা ৷ সোমবার সকালে কাজ চলাকালীন কারখানার চারতলায় আগুন লাগে ৷ কর্মরত শ্রমিকদের মধ্যে প্রাণ বাঁচানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায় ৷ প্রাণে বাঁচতে একজন শ্রমিক জলের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করছিলেন ৷ কিন্ত দুর্ভাগ্যবশত তিনি উপর থেকে নিচে পড়ে যান ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ পাশাপাশি আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন 15 জন শ্রমিক ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ৷