নয়াদিল্লি, 14 ডিসেম্বর:সংসদের নিরাপত্তা ভেঙে হামলা চালানোর নেপথ্যে অন্য কারও ষড়যন্ত্র রয়েছে ৷ নেপথ্যে থেকে 6 অভিযুক্তকে কেউ পরিচালনা করছে। প্রাথমিক তদন্তের পর বৃহস্পতিবার সকালে এমনটাই জানাচ্ছে পুলিশ ৷ সংসদে হামলা চালানোর আগে অভিযুক্তরা রেইকি করেছিল বলেও দাবি পুলিশের ৷ অভিযুক্ত 6 জনই সোশাল মিডিয়ায় 'ভগৎ সিং ফ্যান ক্লাব' নামের একটি পেজের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ৷ এদের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ আরেক অভিযুক্ত ললিত ঝা রাজস্থানে রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ ৷
বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল ৷ সেই সময় জিরো আওয়ারের শেষ পর্বে দর্শকাসন থেকে লাফিয়ে দু'জন নীচে পড়েন ৷ তাদের পা থেকে হলুদ ধোঁয়া বেরতে শুরু করে ৷ অন্যদিকে, ওই সময় সংসদের বাইরে এক মহিলা ও এক যুবকও হলুদ রঙের ধোঁয়া ছড়াচ্ছিল ৷ তাদেরও গ্রেফতার করে পুলিশ ৷ বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা ৷ ধৃত সাগর, অমল, নীলম, মনোরঞ্জন ও পালিয়ে যাওয়া ললিতের বিরুদ্ধে কঠোর ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ আরেক অভিযুক্তের খোঁজ চলছে ৷