ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংসদে হামলার তদন্তে নয়া মোড়! 5 অভিযুক্তের নেপথ্যে ষড়যন্ত্রী অন্য কেউ, চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের - চাঞ্চল্যকর দাবি পুলিশের

Parliament Security Breach Case: সংসদে নিরাপত্তা বলয় ভেঙে হামলা চালানোর ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আরেকজনের সন্ধান চলছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, এই ঘটনার নেপথ্যে অন্য কেউ রয়েছে ৷

ETV Bharat
সংসদে নিরাপত্তা ভেঙে হামলা
author img

By ANI

Published : Dec 14, 2023, 10:46 AM IST

Updated : Dec 14, 2023, 11:44 AM IST

নয়াদিল্লি, 14 ডিসেম্বর:সংসদের নিরাপত্তা ভেঙে হামলা চালানোর নেপথ্যে অন্য কারও ষড়যন্ত্র রয়েছে ৷ নেপথ্যে থেকে 6 অভিযুক্তকে কেউ পরিচালনা করছে। প্রাথমিক তদন্তের পর বৃহস্পতিবার সকালে এমনটাই জানাচ্ছে পুলিশ ৷ সংসদে হামলা চালানোর আগে অভিযুক্তরা রেইকি করেছিল বলেও দাবি পুলিশের ৷ অভিযুক্ত 6 জনই সোশাল মিডিয়ায় 'ভগৎ সিং ফ্যান ক্লাব' নামের একটি পেজের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ৷ এদের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ আরেক অভিযুক্ত ললিত ঝা রাজস্থানে রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ ৷

বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল ৷ সেই সময় জিরো আওয়ারের শেষ পর্বে দর্শকাসন থেকে লাফিয়ে দু'জন নীচে পড়েন ৷ তাদের পা থেকে হলুদ ধোঁয়া বেরতে শুরু করে ৷ অন্যদিকে, ওই সময় সংসদের বাইরে এক মহিলা ও এক যুবকও হলুদ রঙের ধোঁয়া ছড়াচ্ছিল ৷ তাদেরও গ্রেফতার করে পুলিশ ৷ বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা ৷ ধৃত সাগর, অমল, নীলম, মনোরঞ্জন ও পালিয়ে যাওয়া ললিতের বিরুদ্ধে কঠোর ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ আরেক অভিযুক্তের খোঁজ চলছে ৷

সূত্রের খবর, দেড় বছর আগে অভিযুক্তরা কর্ণাটকের মাইসোরে দেখা করে ৷ তবে সাগর এবছরের জুলাই মাসে তাদের সঙ্গে যোগ দেয় ৷ 10 ডিসেম্বর প্রত্যেকে নিজের নিজের রাজ্য থেকে দিল্লিতে পৌঁছয় ৷ ইন্ডিয়া গেটের কাছে দেখা করে সবাই ৷ সেখানেই হামলাকারী সদস্যদের মধ্যে রঙিন স্মোক বোমা বিতরণ করা হয় ৷

বুধবারের এই নিরাপত্তা ভঙ্গের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তদন্তের নির্দেশ দিয়েছে ৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লোকসভা সচিবালয়ের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রক সংসদের নিরাপত্ত লঙ্ঘনের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ৷ সিআরপিএফের ডিজি অনীশ দয়াল সিংয়ের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে ৷ এই কমিটিতে অন্য নিরাপত্তা সংস্থার সদস্য এবং বিশেষজ্ঞরাও রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের
  2. সংসদের নিরাপত্তা লঙ্ঘনের জেরে দর্শক গ্যালারির জন্য আর কোনও পাশ ইস্যু করা হবে না
  3. আচমকা গুলির শব্দ ! জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের লড়াই, ফিরে দেখা সংসদে জঙ্গি হামলার ভয়াবহ স্মৃতি
Last Updated : Dec 14, 2023, 11:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details