গড়িয়াহাট. 20 অক্টোবর : গড়িয়াহাটে জোড়া খুনের ঘটনায় একাধিক জায়গায় তল্লাশি শুরু করছেন লালবাজারের গোয়েন্দারা । এদিন এক আয়া ও দুই ব্যক্তিকে ডায়মন্ড হারবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা । তারপরেই তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে নিয়ে গেলেন হোমিসাইড শাখা ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত সুবীর চাকির পরিচিত এক মহিলা তাঁদের বাড়িতে আয়ার কাজ করতেন ৷ নাম মিঠু হালদার । মহিলার বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার অধীনে । সেইমত এদিন লালবাজারের গোয়েন্দাদের দুই অফিসার ডায়মন্ড হারবার থানায় গিয়ে ওই মহিলাকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন । তারপরেই তাদের আটক করে পুলিশ ৷
আরও পড়ুন : Aryan Khan : ফের শাহরুখ-পুত্র আরিয়ানের জামিনের আবেদন খারিজ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাঁরা একাধিক তথ্য পেয়েছেন । মূলত তিনি সুবীর চাকিকে কত দিন ধরে চিনতেন, সুবীর চাকি কী কাজ করতেন, বাইরে থেকে কে কে সুবীর চাকির সাথে দেখা করতে আসত এই সমস্ত তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয় । পাশাপাশি বিলাস হালদার, তপন হালদার নামের ওই দুই ব্যক্তিকেও একই জায়গায় জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা ।