কালিকট (কেরল), 25 মার্চ: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কেরলের একজন শিল্পী গান্ধিজি, জওহরলাল নেহরু, কার্ল মার্কস এবং অন্যান্য ঐতিহাসিক ব্যক্তিত্বদের সেলফির ভঙ্গিমায় ছবি তুললেন (Mahatma Gandhi-Jawaharlal Nehru Pose for Selfies) ৷ খুবই জনপ্রিয় হয়েছে এই ছবিগুলি ৷ এই ছবিগুলির মাধ্যমে দেখানো হয়েছে, গান্ধিজি, নেহরু, চে গুয়েভারা এবং বিগত যুগের এই জাতীয় নেতারা তাঁদের সময়ে সেলফি তোলার জন্য পোজ দিলে কেমন হত ৷
এই উদ্ভাবনী ঐতিহাসিক সেলফি সিরিজ তৈরি করেছেন, কেরলের চিত্রশিল্পী জিও জন মুল্লুর (Jyo John Mulloor) ৷ সেলফি পোজের ছবিগুলি তৈরি করা হয়েছে এআই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি সফ্টওয়্যার ‘মিড জার্নি’-র মাধ্যমে ৷ ছবিগুলি এআই এর সাহায্য তৈরি করার পর ফটোশপে ফেলে রি-এডিট করা হয়েছে ছবিগুলিকে রঙিন করে তোলার জন্য ৷ প্রযুক্তির সাহায্যে, জিও জন অতীতের সময়ের বিশ্বের মহান ব্যক্তিত্বদের ছবি তৈরি করেছেন ৷ যে সময় কোনও স্মার্টফোন ছিল না ৷