মুম্বই, 13 জুন : মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর ভয়াবহ পরিসংখ্যান সামনে এল ৷ মৃতের সংখ্যা সংশোধনের জেরে গত 24 ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা একধাপে 8800 হয়ে গিয়েছে ৷ যার জেরে মোট মৃত্যুর সংখ্যা 1 লক্ষ 8 হাজার পেরিয়েছে ৷ তবে, একসঙ্গে এত জনের মৃত্যু কীভাবে সম্ভব ৷ এ নিয়ে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, পুণে, থানে, নাগপুর, নাসিক, ঔরঙ্গাবাদ, আহমেদনগর এবং য়ুভাতমাল জেলা থেকে করোনায় মৃত্যুর সংখ্যা সঠিক সময়ে এসে না পৌঁছানোয় মৃত্যুর সংখ্যা এক লাফে এতটা বেড়েছে ৷
জানা গিয়েছে, গত 12 দিন ধরে এই জেলাগুলি থেকে মৃত্যুর পরিসংখ্যান জানাতে দেরি হচ্ছিল ৷ ফলে গত 1 জুন থেকে এই জেলাগুলিতে মৃত্যুর সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছিল ৷ আজ সেই সংখ্যা মেলানোর কাজ শেষ হয়েছে ৷ যার পরে মৃত্যুর সংখ্যা এক লাফে 8800-তে এসে দাঁড়িয়েছে ৷ যার মধ্যে প্রথম তিনটি জেলা পুণে, থানে এবং নাগপুরে মৃত্যুর পরিসংখ্যান 1368, 1167 এবং 503 ৷ এই জেলাগুলি থেকে নতুন যে মৃত্যুর পরিসংখ্যান এসেছে, সেখানে একদিনে মৃত্যুর সর্বোচ্চ মিলিত সংখ্যা 2,213 ৷ প্রসঙ্গত, গতকাল মহারাষ্ট্র সরকার যে পরিসংখ্যান প্রকাশ করেছিল, সেখানে একিদনে মৃত্যুর সংখ্যা ছিল 1966 ৷