পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেড়েই চলেছে কোরোনার সংক্রমণ, ফের লকডাউন মহারাষ্ট্রে !

মহারাষ্ট্রে ফের লকডাউন ঘোষণা করা হল । কোরোনায় সংক্রমণের সংখ্যা রোজই বৃদ্ধি পাচ্ছে সেখানে । তার জেরেই ইয়াভাতমল ও অমরাবতীতে জারি করা হয়েছে লকডাউন । আরও বেশ কয়েকটি এলাকায় বিধিনিষেধে কড়াকড়ি করা হয়েছে ।

maharashtra-govt-fights-to-curb-covid-imposes-fresh-lockdowns-and-rules
বেড়েই চলেছে কোরোনার সংক্রমণ, ফের লকডাউন মহারাষ্ট্রে !

By

Published : Feb 19, 2021, 8:43 AM IST

মুম্বই, 19 ফেব্রুয়ারি: লকডাউন ফিরে এল মহারাষ্ট্রে । গত কয়েকদিনের ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণের জেরে সে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় লকডাউন ও কোভিড সংক্রান্ত অন্যান্য বিধিনিষেধ ফের চালু করা হয়েছে ।

ইয়াভাতমলে 10 দিনের লকডাউন ঘোষিত হয়েছে । অমরাবতীতে সপ্তাহান্তের লকডাউন জারি করা হয়েছে । রাজধানী মুম্বইয়ের জন্য বেশ কয়েকটি নয়া নির্দেশিকা জারি করেছে বৃহন্মুম্বই পৌরনিগম ।

ইয়াভাতমল ও অমরাবতী বিদর্ভ এলাকার মধ্যে, যেখানে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই দিন দিন বেড়ে চলেছে কোভিড সংক্রমণ । নতুন করে এই বিধিনিষেধ যে দিন জারি করা হয়েছে, সে দিন অর্থাত্‍‌ বৃহস্পতিবার মহারাষ্ট্রে দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল 5,427 । 75 দিন পর মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা 5 হাজার ছাড়িয়ে যায় । এরপরই কোনও ঝুঁকি না-নিয়ে সংক্রমণ রুখতে বেশ কয়েকটি এলাকায় বিধিনিষেধ জারি করা হয়েছে । বৃহস্পতিবার রাত থেকে 10 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে ইয়াভাতমলে । 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ, কোচিং ক্লাস । বিয়েতে উপস্থিত থাকতে পারবেন মাত্র 50 জন । ধর্মীয় স্থানগুলি খোলা থাকলেও, সেখানে কঠোরভাবে কোভিড নিয়ম পালন করার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:কোরোনার দ্বিতীয় ঢেউ সুনামির আকার ধারণ করতে পারে, সতর্কবার্তা উদ্ধবের

মুম্বইয়ের পৌরনিগম জানিয়েছে, শহরতলির ট্রেনে যাঁরা মাস্ক ব্যবহার করছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওার জন্য 300 জন মার্শাল নিয়োগ করা হয়েছে । কোভিড নিয়ম মেনে চলা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হানা দেওয়া হবে বিয়ের অনুষ্ঠান ও ক্লাবেও । যে বহুতলে পাঁচ জনের বেশি কোভিড আক্রান্ত রয়েছেন, সেই বহুতল সিল করে দেওয়ার নির্দেশ এসেছে । পজিটিভ রিপোর্ট এলে রোগীদের বাড়িতেই কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে । ব্রাজিল থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনে থাকতে নির্দেশ এসেছে । আরও মারাত্মক ব্রাজিলের কোরোনা স্ট্রেনের সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বৃহন্মুম্বই পৌরনিগম ।

ABOUT THE AUTHOR

...view details