পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বোবদের নাগপুরের বাসভবনের সুরক্ষার জন্য 1.77 কোটি টাকা বরাদ্দ করল মহারাষ্ট্র - মহারাষ্ট্র বিধানসভা

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নাগপুরের বাসভবনের সুরক্ষার জন্য 1.77 কোটি টাকা বরাদ্দ করল মহারাষ্ট্র সরকার ।

এস এ বোবদে
এস এ বোবদে

By

Published : Dec 16, 2020, 6:43 AM IST

মুম্বই, 15 ডিসেম্বর : নাগপুরে ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের বাসভবনের অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থার জন্য 1 কোটি 77 লাখ টাকা বরাদ্দ করল মহারাষ্ট্র সরকার । মহারাষ্ট্র আইনসভায় পেশ করা আইন ও বিচার বিভাগের সাপ্লিমেন্টারি ডিমান্ডের ভিত্তিতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে ।

সাপ্লিমেন্টারি ডিমান্ডের নথিতে এই বরাদ্দের জন্য কোনও কারণ উল্লেখ করা হয়নি । প্রসঙ্গত, ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদের আদিনিবাস নাগপুরে ।

মহারাষ্ট্রের পূর্ত দপ্তরের দাবির ভিত্তিতে, বিচারকদের আবাসিক প্রাঙ্গণে নির্মাণ ও সম্পর্কিত কাজের জন্য 6 কোটি 15 লাখ টাকা এবং রাজভবন নির্মাণ ও সম্পর্কিত কাজের জন্য 5 কোটি 75 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে । এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের ত্রাণের জন্য মহারাষ্ট্র সরকার 2 হাজার 211 কোটি টাকা এবং কোরোনার প্রতিষেধক রাখার শীতাতপ নিয়ন্ত্রিত ক্ষেত্রে জন্য 22 কোটি টাকা বরাদ্দ করেছে ।

আরও পড়ুন : মহারাষ্ট্র আইন পরিষদের উপনির্বাচনে হার বিজেপির

সাপ্লিমেন্টারি ডিমান্ডগুলি হল সরকারের ব্যয় বহনের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অনুদান । কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছরের মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশন প্রথা ভেঙে নাগপুরের বদলে মুম্বইয়ে করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details