মহারাষ্ট্র, 5 জুলাই : শুধু সরকারের বিজ্ঞাপনী প্রচারের জন্য় 155 কোটি টাকা খরচ করেছে মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাদি সরকার, আরটিআই (RTI) বা তথ্য জানার অধিকার (Right to Information)-এ এই তথ্য সামনে এসেছে ৷ মুম্বইয়ের আরটিআই সমাজকর্মী অনিল গলগলি মহাবিকাশ আঘাদি সরকারের (Maha Vikas Aghadi Government) শুরু থেকে বিভিন্ন খাতে রাজ্য সরকার কী পরিমাণ অর্থ খরচ করেছে, তা হিসেব জানতে চেয়েছিল মহারাষ্ট্র সরকারের কাছে ৷ তার উত্তরে এই কথা জানিয়েছে ডিরেক্টর-জেনারেল অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশন (Director-General of Information and Public Relation) ৷
তারা জানিয়েছে, 11 ডিসেম্বর 2019 থেকে 12 মার্চ, 2021 পর্যন্ত 16 মাস ধরে সরকারের বিজ্ঞাপনী প্রচারে এই বিপুল অর্থ খরচ করেছে উদ্ধব ঠাকরের সরকার ৷
- 2020-তে 26টি দফতরের বিজ্ঞাপনের জন্য 104.55 টাকা খরচ হয়েছে ৷ নারী দিবস (Women's Day) উপলক্ষ্যে 5.96 কোটি টাকা, পদম দফতরের (Padam Department) জন্য 9.99 কোটি টাকা, জাতীয় স্বাস্থ্য প্রকল্পে (Natiional Health Mission) 19.92 কোটি টাকা, চার দফায় বিশেষ প্রচারের জন্য 22.65 কোটি টাকা ৷
- এমভিএ (MVA) সোশ্যাল মিডিয়ায় 1.15 কোটি টাকা খরচ করেছে ৷ রাজ্যে শহরাঞ্চলের উন্নয়ন প্রকল্প (Maharashtra Urban Development Mission)-এ তিন দফায় 6.94 কোটি টাকা খরচ হয়েছে ৷
- বিপর্যয় মোকাবিলা দফতরের (Disaster Management Department) 9.42 কোটি টাকা খরচের মধ্যে সোশ্যাল মিডিয়ার জন্য 2.25 কোটি টাকা ব্য়য় দেখানো হয়েছে ৷
- রাজ্যের স্বাস্থ্য শিক্ষা দফতর (State Health Education Department) 18.63 কোটি টাকা খরচ করেছে ৷
- শিবভোজনের (Shivbhojan) প্রচারে 20.65 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা সোশ্যাল মিডিয়ায় খরচ হয়েছে ৷