থানে (মহারাষ্ট্র), 12 মে : সম্প্রতি সামনে এসেছে কোভিডের সঙ্গে জড়িত মিউকোরমাইকোসিসের কথা ৷ এই মারাত্মক এই ফাংগাল সংক্রমণে দু'জন কোভিড-19 রোগীর মৃত্যু হল মহারাষ্ট্রের থানেতে ৷ আজই এই তথ্য দিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর ৷ "ব্ল্যাক ফাংগাস" নামেও পরিচিত এই ছত্রাকের সংক্রমণের চিকিৎসা চলছে আরও ছ'জন রোগীর ৷
এই প্রসঙ্গে স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী পাটিল জানিয়েছেন, 38 বছরের একজন রোগী থানের গ্রামাঞ্চল মহারালের বাসিন্দা, আরে এক জন ডোমবিভলি শহরে থাকতেন ৷ কল্যাণ ডোমবিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেডিএমসি)-র অধীনে দু'টি ভিন্ন কোভিড-19 কেয়ার কেন্দ্রে তাঁদের চিকিৎসা চলছিল ৷ চিকিৎসারত অবস্থায় এই ছত্রাক সংক্রমণের ফলে মৃত্যু হয় দু'জন কোভিড রোগীর ৷ আরো ছ'জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাঁদের মধ্যে দু'জনকে আইসিইউ-তে রাখা হয়েছে ৷
আরো পড়ুন: ত্রিপুরায় কোভিড কেয়ার সেন্টার থেকে পালালো 25 করোনা আক্রান্ত
তবে তিনি কোভিড-19 রোগীদের অকারণ আতঙ্কে ভুগতে বারণ করেছেন ৷ কারণ, ডায়াবেটিস রোগীদের মধ্যে এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি ৷ তবে তাঁরা সাধারণত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখেন ৷ কোভিড-19 রোগীদের মধ্যে মিউকোরমাইকোসিস শনাক্ত করা হলেও এর চিকিৎসায় অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করা উচিত নয়, সতর্ক করেছেন অশ্বিনী ৷