নয়াদিল্লি, 22 জুলাই: হিসেবটা কষাই ছিল ৷ প্রত্যাশিত ভাবেই রাম নাথ কোবিন্দের উত্তরসূরী হলেন দ্রৌপদী মুর্মু (Madam President Murmu)৷ ওডিশার কাউন্সিলর হিসেবে শুরু হয়েছিল রাজনৈতিক কেরিয়ার (President Election 2022)৷ সেখান থেকে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু ৷ তিনিই দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি এবং প্রতিভা পাতিলের পর দেশের আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগের আনুষ্ঠানিক প্রধানের পদে বসলেন দ্বিতীয় কোনও মহিলা ৷ তবে একসময়ে তীব্র শোক বিদ্ধ করেছে তাঁর ব্যক্তিগত জীবনকে (President Droupadi Murmu)৷
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা যায় অক্লেশেই বিরোধী পদপ্রার্থী যশবন্ত সিনহাকে অনেকটা পেছনে ফেলে দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন 64 বছরের দ্রৌপদী মুর্মু ৷ তিনি দেশের স্বাধীনতার পর জন্মানো প্রথম রাষ্ট্রপতি ৷ 25 জুলাই তিনি শপথ নিতে চলেছেন ৷
রাজনীতির আঙিনায় লো-প্রোফাইল এই নেত্রী গভীর ভাবে ধার্মিক এবং ব্রাহ্ম কুমারী ধ্যান পদ্ধতির একনিষ্ঠ অনুগামী ৷ 2009-2015 সাল - মাত্র 6 বছরের মধ্যে স্বামী, দুই পুত্রসন্তান, মা ও বাবাকে হারানোর পর তিনি নিজেকে বেঁধে ফেলেন ধর্মাচরণে ৷ কালাহান্ডির বিজেপি সাংসদ বসন্ত কুমার পাণ্ডা মুর্মুর সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, "তিনি খুবই ধার্মিক ও মৃদুভাষী ৷"
2016 সালে দূরদর্শনে একটি সাক্ষাৎকারে তাঁর জীবনের ট্র্যাজেডির কথা তুলে ধরেছিলেন দ্রৌপদী মুর্মু ৷ 2009 সালে তাঁর পুত্রকে হারানোর পর কী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলেন তা জানাতে গিয়ে তিনি বলেন, "হতাশায় ভেঙে পড়েছিলাম ৷ ছেলের মৃত্যুর পর রাতের পর রাত জেগে কাটিয়েছি ৷ সেই সময় ব্রাহ্ম কুমারীতে গিয়ে বুঝতে পারি থেমে থাকলে চলবে না ৷ আমায় জীবনে এগিয়ে যেতে হবে ৷ আমার আরও দুই পুত্র ও এক কন্যার জন্য আমায় বেঁচে থাকতে হবে ৷" তাঁর কন্যা ইতিশ্রী বর্তমানে ব্যাংককর্মী ৷ ওডিশা বিজেপির প্রাক্তন সভাপতি মনমোহন সামাল বলেছিলেন, "তিনি কঠিন যন্ত্রণা ও সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু প্রতিকূলতায় কখনও ভেঙে পড়েননি ৷"