পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংক্রমণ রোধে এবার লকডাউন গোয়ায়

আগামীকাল থেকে শুরু লকডাউন ৷ কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে লকডাউনে জানিয়ে দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷

টানা তিন দিন ব্যাপী লকডাউন, জানালেন গোয়ার মুখ্যমন্ত্রী
টানা তিন দিন ব্যাপী লকডাউন, জানালেন গোয়ার মুখ্যমন্ত্রী

By

Published : Apr 28, 2021, 2:27 PM IST

পানাজি, 28 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে ৷ দৈনিক আক্রান্ত সাড়ে তিন লাখের উপরে, দৈনিক মৃত্যু তিন হাজারের গণ্ডি ছাড়িয়েছে ৷ এপরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে লকডাউন শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত লকডাউন ঘোষণা করেছেন ৷ আগামীকাল সন্ধ্যে থেকে লকডাউন জারি হবে গোয়ায় ৷ চলবে আগামী মাসের 3 তারিখ পর্যন্ত ৷ কেবল মাত্র অতি প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে বলে জানিয়েছে সরকার ৷ এছাড়া গোয়ায় কর্তব্যরত পরিযায়ী শ্রমিকদের থাকার অনুরোধ করেছেন তিনি ৷

তিনি বলেন, "যদি সাধারণ মানুষ আগামী চার দিন ঘর থেকে না বের হন, তাহলে আমরা করোনা সংক্রমণের চেইন ভাঙতে পারব বলে আশা করছি ৷ এই লকডাউনের পিরিওডে সমস্ত পানশালা বন্ধ থাকবে ৷ রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না ৷ রেস্তোরাঁর রান্নার জায়গা খোলা থাকবে, কেবলমাত্র হোম ডেলিভারির ব্যবস্থা তারা দিতে পারবে ৷"

ইতিমধ্যেই যারা গোয়ায় এসেছেন, সেইসব পর্যটকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে সরকার, হোটেলের সংশ্লিষ্ট ঘরেই থাকতে হবে ৷ বেশ কয়েকটি এলাকায় কনটেইনমেন্ট জ়োন তৈরি করা হয়েছে ৷ কালানগুট, ক্যান্ডোলিমের উত্তর উপকূলীয় এলাকায় কন্টেইনমেন্ট জ়োন করা হয়েছে ৷

আরও পড়ুন : করোনার সংক্রমণ ঠেকাতে 14 দিনের লকডাউন কর্নাটকে, ঘোষণা মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার

চিকিৎসাক্ষেত্রে মুখ্যমন্ত্রী আরও কিছু নির্দেশিকা জারি করেছেন, আরটিপিসিআর পরীক্ষা করালে, তার ফলাফল এখন 24 ঘণ্টার মধ্যে দিতে হবে ৷ যাদের করোনার উপসর্গ রয়েছে অথচ করোনা পরীক্ষার রিপোর্ট হাতে আসেনি, রাজ্যের হাসপাতালগুলিতে তাদের চিকিৎসা শুরু করতে হবে চিকিৎসকদের ৷ যাতে চিকিৎসার গাফিলতি না হয় সেদিকে নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী ৷

করোনার সুনামিতে গত 24 ঘণ্টায় গোয়ায় আক্রান্ত হয়েছে 2 হাজার 110 জন ৷ এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 81 হাজার 908 জন ৷ একদিনে 31 জনের মৃত্যু হয়েছে ৷ মোট মৃতের সংখ্যা 1 হাজার 86 ৷ মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 16 হাজার 591 জন ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে 748 জন ৷ এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে মোট 64 হাজার 231 জন ৷

ABOUT THE AUTHOR

...view details