নয়াদিল্লি, 18 জুন : এবার কি কেন্দ্রের মোদি সরকারের মন্ত্রী হতে চলেছেন পশুপতিকুমার পারস (Pashupati Kumar Paras) ! লোক জনশক্তি পার্টির এই নেতার একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে এই জল্পনা ৷
গতকাল, বৃহস্পতিবার প্রয়াত নেতা রামবিলাস পাসোয়ানের (Rambilas Paswan) ভাই পশুপতিকে লোকজনশক্তি পার্টি বা এলজেপির (LJP) সভাপতি হিসেবে বেছে নেওয়া হয় ৷ তার পর তিনি সংবাদমাধ্যমকে জানান যে এবার তাঁর দল কেন্দ্রীয় সরকারে সামিল হতে চলেছে ৷
আরও পড়ুন :Chirag Paswan : এলজেপির অধিকার আদায়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি "সিংহ-সন্তান" চিরাগের
প্রসঙ্গত, এলজেপি রামবিলাস পাসোয়ানের হাতে তৈরি ৷ তিনি যতদিন বেঁচে ছিলেন, ততদিন কেন্দ্রের মন্ত্রী ছিলেন ৷ ইউপিএ জমানায় কংগ্রেসের সঙ্গে থেকে তিনি মন্ত্রী হন ৷ আবার 2014 সালে থেকে তিনি ছিলেন এনডিএ-র (NDA) শরিক ৷ তাই দুই দফাতেই তিনি ছিলেন মোদি (Narendra Modi) মন্ত্রিসভার সদস্য ৷
কিন্তু তাঁর প্রয়াণের পর দলের সর্বময় কর্তা হয়ে ওঠেন ছেলে চিরাগ পাসোয়ান (Chirag Paswan) ৷ তিনি এনডিএ থেকে বেরিয়ে যান ৷ বিহার বিধানসভা নির্বাচনে একাই লড়াই করেন ৷ এতে তাঁর দলের লাভ হয়নি বটে ! কিন্তু তিনি ভোট কেটে নীতীশ কুমারের (Nitish Kumar) দলকে বিহারে তিন নম্বরে নামিয়ে আনতে পেরেছেন ৷