পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অতিরিক্ত কর ও লকডাউনের জেরে ভারতে মদ বিক্রি কমেছে 29 শতাংশ

CIABC-র তরফে বলা হয়েছে, 2019-2020 অর্থবর্ষের প্রথমভাগে IMFL বিভাগে ভারতে মদ বিক্রি বৃদ্ধির হার ছিল 29 শতাংশ ৷ তবে, এপ্রিল মাস পেরোতেই লক ডাউনের কারণে মদের ব্য়বসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ৷ যার জেরে 2020 সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত মদ বিক্রির হার গত বছরের তুলনায় কমে মাইনাস 16 শতাংশে নেমে আসে ৷

liquor-sales-fall-29-percent-in-apr-sep-amid-lockdown-impact-high-tax-levies
অতিরিক্ত কর ও লক ডাউনের জেরে ভারতে 29% মদ বিক্রি কমেছে

By

Published : Nov 9, 2020, 2:12 PM IST

দিল্লি, 9 নভেম্বর : বর্তমান অর্থবর্ষের প্রথম ভাগে ভারতে তৈরি বিদেশি মদের বিক্রি কমেছে 29 শতাংশ ৷ কনফেডারেশন অফ ইন্ডিয়ান অ্য়াকোহলিক বেভারেজ কম্পানিজ়ের দেওয়া তথ্য়র ভিত্তিতে এমনই জানা যাচ্ছে ৷ একটি বিজ্ঞপ্তিতে ওই সংস্থা জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পণ্ডিচেরি এবং রাজস্থানে মদের চাহিদা ওই সময় অনেক কমে গিয়েছিল ৷ এমনকী তা এখনও এক জায়গায় আটকে রয়েছে ৷ এর প্রধান কারণ কোরোনার কারণে 50 শতাংশের উপর কর চাপানো ৷ এই সব রাজ্য়গুলিতে মদ বিক্রি প্রায় 50 শতাংশ কমে গিয়েছে ৷

CIABC-র তরফে বলা হয়েছে, 2019-2020 অর্থবর্ষের প্রথমভাগে IMFL বিভাগে ভারতে মদ বিক্রি বৃদ্ধির হার ছিল 29 শতাংশ ৷ তবে, এপ্রিল মাস পেরোতেই লক ডাউনের কারণে মদের ব্য়বসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ৷ যার জেরে 2020 সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত মদ বিক্রির হার গত বছরের তুলনায় কমে মাইনাস 16 শতাংশে নেমে আসে ৷ সংস্থার তরফে এও বলা হয়েছে, এই অর্থবর্ষের দ্বিতীয় ভাগে পুরো ভারত জুড়ে মদ বিক্রি অনেকটাই বেড়েছে ৷ তবে, প্রথম ভাগে অর্থাৎ, এপ্রিল থেকে জুনের মধ্য়ে সর্বাধিক ক্ষতি হয়েছে ৷ দ্বিতীয়ভাগে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্য়ে বিক্রির হার অনেকটাই বেড়েছে ৷ যেখানে 78 মিলিয়ন বেশি মদ বিক্রি হয়েছে ৷ তবে, গত বছরের তুলনায় তা প্রায় 9 শতাংশ কম বিক্রি হয়েছে ৷

সামগ্রিকভাবে কোরোনা আবহে অতিরিক্ত কর না বসিয়ে বা সামান্য় কর বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া যেত বলে মনে করছে CIABC ৷ যেসব রাজ্য়ে মদ বিক্রি সবচেয়ে কমেছে সেগুলি হল, অন্ধ্রপ্রদেশে 51 শতাংশ, ছত্তিশগড়ে 40 শতাংশ, পশ্চিমবঙ্গ 22 শতাংশ এবং রাজস্থানে 20 শতাংশ ৷ এমনকী কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় 39 শতাংশ মদ বিক্রি কমে গিয়েছে ৷ মদ বিক্রির অর্ধ বর্ষের তথ্য় নিয়ে বলে গিয়ে CIABC-র ডিরেক্টর বিনোদ গিরি বলেন, দেশে একটি ভ্রান্ত ধারণা রয়েছে, যে মদের দাম অনেক বেশি ৷ আমরা এমন একটা ছবি তুলে ধরেছি যে, মদ জিনিসটা অনেক দামি বস্তু ৷ পাশাপাশি কিছু রাজ্য়ে মদের উপর অতিরিক্ত কর চাপিয়ে দেওয়ায়, সেই ধারণাটা আরো পোক্ত হয়ে গিয়েছে ৷ তাই মদ বিক্রি বাড়াতে রাজ্য় সরকারগুলির কাছে CIABC-র ডিরেক্টর বিনোদ গিরির আর্জি, যাতে মদের উপর কোরোনা কর কিছুটা কমানো হয় ৷

ABOUT THE AUTHOR

...view details