নয়াদিল্লি, 5 মার্চ: ভুয়ো এনকাউন্টারে (Staged Encounter) তিন যুবককে হত্যা করার অভিযোগে একজন সেনা ক্যাপ্টেনের যাবজ্জীবন কারাদণ্ডের (Life Imprisonment for Army Captain) সুপারিশ করেছে একটি সেনা আদালত ৷ 2020 সালের জুলাই মাসে দক্ষিণ কাশ্মীরের আমশিপুরা গ্রামে সেই ভুয়ো এনকাউন্টার হয়েছিল ৷ রবিবার সরকারি সূত্রে এই খবর মিলেছে । তারা আরও প্রকাশ করেছে যে, এই ঘটনায় এক বছরেরও কম সময়ের মধ্যে কোর্ট-মার্শালের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল ।
সরকারি সূত্র অনুসারে, ক্যাপ্টেন ভূপেন্দ্র সিং-কে কোর্ট অফ ইনকোয়ারি এবং সামারি অফ এভিডেন্সের আওতায় কোর্ট মার্শাল করা হয়েছিল ৷ জানানো হয়েছে, তিনি সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন আফস্পা (AFSPA)-এর অধীনে অর্পিত ক্ষমতার অপব্যবহার করেছিলেন ৷ আধিকারিকরা জানিয়েছেন যে, যে সাজার প্রস্তাব করা হয়েছে তা সেনাবাহিনীর উচ্চতর কর্তৃপক্ষ নিশ্চিত করলে তবেই মিলবে ৷ এ বিষয়ে আরও কোনও তথ্য প্রকাশ করতে অস্বীকার করে সেনা সূত্র জানিয়েছে যে, মামলার প্রক্রিয়া এখনও চলছে ৷
ইমতিয়াজ আহমেদ, আবরার আহমেদ এবং মহম্মদ ইবরার নামে চিহ্নিত তিন যুবক - 2020 সালের 18 জুলাই শোপিয়ান জেলার একটি প্রত্যন্ত গ্রামে ভুয়ো এনকাউন্টারে নিহত হয়েছিলেন । তাঁদের জঙ্গি হিসাবে চিহ্নিত করা হয়েছিল । এনকাউন্টারের কয়েক সপ্তাহের মধ্যে, নেট নাগরিকরা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন ৷ ওই এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে ৷