দেবনগরী (কর্ণাটক), 21 অক্টোবর: সমকামী দুই বান্ধবীর মধ্যে বিবাদ ৷ আর তার জেরেই রাস্তায় পরস্পরের সঙ্গে মারপিট শুরু করে দিলেন ওই দুই তরুণী ! বৃহস্পতিবার সন্ধের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কর্ণাটকের (Karnataka) দেবনগরীতে ৷ নিজেদের মধ্যে মারপিট করে আহত হয়েছেন দুই তরুণীই ৷ পরে তাঁদের দেবনগরী জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷ খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় একজনকে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত দুই ছাত্রী স্নাতকস্তরের পড়ুয়া ৷ বৃহস্পতিবার সন্ধেয় শান্তিনগর এলাকায় রাস্তাতেই ওই দুই তরুণীকে হাতাহাতি করতে দেখা যায় ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে এক তরুণী একটি রেডিয়াম কাটার নিয়ে অন্যজনকে আক্রমণ করেন ৷ পালটা মার দেন অন্যজনও ৷ পথ চলতি মানুষ থেকে আশপাশের বাসিন্দা, সকলেই আচমকা এমন ঘটনায় প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে যান ৷ এদিকে, দুই তরুণী নিজেদের মধ্যে মারপিট করতে করতে রাস্তায় পড়ে যান ৷ তখনই বাকিরা ছুটে এসে তাঁদের ছাড়ান এবং হাসপাতালে নিয়ে যান ৷
আরও পড়ুন:পার্কিং নিয়ে বিবাদ, দিল্লিতে প্রতিবেশীকে গুলির অভিযোগে গ্রেফতার যুবক
ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে, এই বিবাদের নেপথ্যে রয়েছে সমকামিতা ! পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই দুই তরুণী দীর্ঘদিনের বন্ধু ৷ তাঁরা একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ ৷ কিন্তু, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কের সংজ্ঞাও বদলাতে শুরু করে ৷ ক্রমেই সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা ৷ ইতিমধ্যেই এই দু'জনের মধ্যে এক তরুণী অন্য এক যুবতীর সঙ্গে সম্পর্কে জড়ান ৷ আর তা নিয়েই বাধে দ্বন্দ্ব ৷ বৃহস্পতিবার সন্ধেয় অন্য সম্পর্কে জড়ানো ওই তরুণীর উপরেই হামলা চালান তাঁর পুরনো বান্ধবী ৷
এই ঘটনায় যে মেয়েটির উপর প্রথম হামলা চালানো হয়, রেডিয়াম কাটারে তাঁর ঘাড়, গাল এবং হাতে গভীর ক্ষত হয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, এরপর ওই মেয়েটিও পালটা জবাব দেন ৷ তাতে হামলাকারী তরুণী আহত হন ৷ পরে সেই তরুণী আবার নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন ৷ সব মিলিয়ে দু'জনই মারাত্মক জখম হন ৷ পরবর্তীতে দুই তরুণীকেই হাসপাতালে ভর্তি করা হয় ৷ এঁদের মধ্যে হামলাকারী তরুণীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ তাঁকে গ্রেফতারও (Lesbian College Student Arrested) করেছে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে ৷