বেঙ্গালুরু, 18 সেপ্টেম্বর: ভাইরাস আক্রান্ত হয়ে সাতটি চিতাবাঘ শাবকের মৃত্যু হল বেঙ্গালুরুর ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কে ৷ মারা যাওয়া চিতাবাঘ শাবকগুলি 3 থেকে 10 মাস বয়সি বলে জানিয়েছেন জাতীয় উদ্যানের এক্সিকিউটিভ অফিসার সূর্য সেন ৷ তিনি জানিয়েছেন, ফেলাইন প্যানলিউকোপেনিয়া নামক ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে চিতাবাঘ শাবকগুলির ৷
22 অগস্ট প্রথম চিতাবাঘের বাচ্চাগুলি ভাইরাসে সংক্রামিত হয় ৷ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই বাচ্চাগুলির হজম ক্ষমতা কমে গিয়েছিল ৷ রক্তে কমে যায় শ্বেতকণিকার পরিমাণ ৷ ক্রমশ রক্তবমি করতে থাকে শাবকগুলি ৷ বেশ কয়েকদিন এরকম অসুস্থ থাকার পর চিতাবাঘের বাচ্চাগুলি মারা যায় ৷
সম্প্রতি বিলিগিরি রঙ্গনাবেট্টা, মহীশূর চিড়িয়াখানা এবং মাদ্দুর থেকে 11টি চিতাবাঘের শাবককে ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কে আনা হয়েছিল। তাদের পুনর্বাসন কেন্দ্রে রাখা হয় এবং চিকিৎসকের পরামর্শ মতো পশুপালকরা বাচ্চাগুলির পরিচর্যা ও দেখভাল করতে থাকে ৷ 22 অগস্ট থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে 7টি চিতাবাঘের শাবক চিকিৎসায় সাড়া না-দিয়ে মারা যায় বলে জানিয়েছেন ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কের আধিকারিকরা ৷ পাশাপাশি এও জানানো হয়, চিতাবাঘের শাবকগুলি থেকে এই ভাইরাস যাতে অনান্য প্রাণীদের মধ্যে যাতে ছড়িয়ে না-পড়ে তার জন্য চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন।