পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা পরিস্থিতিতে বিজয়নের শপথ নিয়ে আপত্তি তুলে হাইকোর্টে চিঠি আইনজীবীদের - swearing-in ceremony

আগামী বৃহস্পতিবার বিজয়ন কেরলের একটি স্টেডিয়ামে শপথ নিতে চলেছেন ৷ তাঁর সঙ্গে 21 জন মন্ত্রীও শপথ নেবেন ৷ এই উপলক্ষে ওই অনুষ্ঠানে মোট 500 জন উপস্থিত থাকবেন ৷

করোনা পরিস্থিতিতে বিজয়নের শপথ নিয়ে আপত্তি তুলে হাইকোর্টে চিঠি আইনজীবীদের
করোনা পরিস্থিতিতে বিজয়নের শপথ নিয়ে আপত্তি তুলে হাইকোর্টে চিঠি আইনজীবীদের

By

Published : May 18, 2021, 7:48 PM IST

এর্নাকুলাম, 18 মে : আগামী বৃহস্পতিবার, 20 মে কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সিপিএমের পিনারাই বিজয়ন ৷ তার আগে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আইন জটিলতা তৈরি হতে চলেছে ৷ কারণ, এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে এবার কেরল হাইকোর্টে অভিযোগ দায়ের করলেন আইনজীবীরা ৷

হাইকোর্টের প্রধান বিচারপতি এস মনিকুমার ও বিচারপতি দেবেন রামচন্দ্রনের কাছে এই অভিযোগ সংক্রান্ত চিঠিটি পাঠিয়েছেন অনিল টমাস ও জর্জ সেবাস্টিয়ান নামে দু’জন ৷ তাঁদের দাবি, করোনা পরিস্থিতির কথা চিন্তা করে পিনারাই বিজয়নের উচিত রাজভবনে শপথ গ্রহণ করা ৷ তাই এই নিয়ে জনস্বার্থের কথা ভেবে আদালতের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করা উচিত বলেও ওই চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন ৷

কেরলের রাজনীতিতে এবার ইতিহাস তৈরি করেছেন সিপিএমের পিনারাই বিজয়ন ৷ এর আগে কেরলে কখনও কোনও ক্ষমতাসীন দলে ভোটে জিতে ফের ক্ষমতা দখলের সুযোগ পায়নি ৷ এবার সিপিএমের নেতৃত্বাধীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট ক্ষমতায় ফিরেছে ৷ তাই বিজয়নের শপথ নিয়ে জোর প্রস্তুতি চলছে ৷

আরও পড়ুন :কোভিড রুখে প্রশংসিত শৈলজা বাদ মন্ত্রিসভা থেকে, নতুন সবাই; আছেন বিজয়নের জামাই

আগামী বৃহস্পতিবার বিজয়ন কেরলের একটি স্টেডিয়ামে শপথ নিতে চলেছেন ৷ তাঁর সঙ্গে 21 জন মন্ত্রীও শপথ নেবেন ৷ এই উপলক্ষে ওই অনুষ্ঠানে মোট 500 জন উপস্থিত থাকবেন ৷ তাই এই বিষয় নিয়ে ওই দু’জন আইনজীবী আপত্তি তুলেছেন ৷ তবে বিজয়নের দাবি, এই সংখ্যাটা একেবারে নগন্য ৷ কারণ, ওই স্টেডিয়ামে 5 হাজার লোক বসতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details