হাওড়া, 1 নভেম্বর : পরিবেশ দূষণ রুখতে পশ্চিমবঙ্গে বাজির ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট ৷ হাইকোর্টের সেই রায়কে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তার আগেই হাওড়া শহরজুড়ে বেআইনি শব্দবাজি উদ্ধারের জন্য বিশেষ অভিযান করল পুলিশ । তাতে আটক করা হল প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি, গ্রেফতার করা হল দু'জনকে ।
আরও পড়ুন :Kali puja 2021 : কালী ও জগদ্ধাত্রী পুজােতেও দর্শনার্থী প্রবেশ নিয়ে হাইকোর্টে মামলা
কোভিড সংক্রমণের মধ্যে আতসবাজির গ্যাসে কোভিড-সহ অন্যান্য শ্বাসজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের অসুবিধা হতে পারে ৷ সেই কারণেই প্রাথমিকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে ৷ ফলে আদালতের নির্দেশ পাওয়ার পরেই তৎপরতা শুরু হয় রাজ্যের পুলিশ ও প্রশাসনিক মহলে । হাওড়া শহরজুড়ে বিভিন্ন থানা এলাকায় তল্লাশি চালায় পুলিশের বিশেষ দল । সেই তল্লাশি অভিযানেই বালি থানা এলাকার 5টি জায়গা ও গোলাবাড়ি থানা এলাকার ওয়াটকিংস লেনের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি । বালি থানার আরেক এলাকা থেকে 9555টি পরিবেশবান্ধব বাজি ও 2350টি শব্দবাজি আটক করা হয় । এই ঘটনায় অশোককুমার দাস (50) ও নির্মল মণ্ডল (36) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বালি থানার পুলিশ । পাশাপাশি গোলাবাড়ি থানা এলাকা থেকেও আটক করা হয়েছে প্রায় 100 কেজি বাজি ।