পটনা (বিহার), 6 মার্চ: আবারও পটনায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনে হানা দিল সিবিআই (CBI searches inside Rabri Devi's residence)৷ সোমবার সকালেই রাবড়ি দেবীর বাসভবনে গিয়ে তল্লাশি শুরু করে 12 সদস্যের তদন্তকারী দল ৷ জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি (Land for Job Case) নিয়ে তদন্তে আজ সকাল থেকে রাবড়ি দেবীর বাড়ির ভিতরে তল্লাশি চলছে বলে জানিয়েছে একটি সূত্র ৷ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট ইতিমধ্যে এই অভিযানের জন্য নোটিশ পাঠিয়েছে ।
রেলের চাকরিতে অনিয়মের অভিযোগ: মামলায় বলা হয়েছে যে, রেলমন্ত্রী হিসাবে কার্যকালের সময়, রাবড়ি দেবীর স্বামী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল । ঘটনাটি 2004 থেকে 2009 সালের, যখন লালু ছিলেন রেলমন্ত্রী । এই মামলায় লালু প্রসাদ যাদবের পাশাপাশি তাঁর স্ত্রী রাবড়ি দেবী, তাঁদের দুই মেয়ে মিসা ভারতী ও হেমা যাদব এবং আরও 12 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে ।
জমির বিনিময়ে চাকরির অভিযোগ: সিবিআই-এর অভিযোগ, লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন, তখন রেলে চাকরি দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম করা হয়েছিল । গোটা ঘটনায় এফআইআর দায়ের করেছে সিবিআই । ওই এফআইআর অনুযায়ী, রেলে জমির বিনিময়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নাম হল রাজকুমার, মিথিলেশ কুমার, অজয় কুমার, সঞ্জয় রাই, ধর্মেন্দ্র রাই, রবীন্দ্র রাই, অভিষেক কুমার, দিলচাঁদ কুমার, প্রেমচাঁদ কুমার, লালচাঁদ কুমার, হৃদানন্দ চৌধুরী এবং পিন্টু কুমার ।