নয়াদিল্লি, 4 নভেম্বর : "মানুষ আসলে কোনও ছাড় পাচ্ছে না", মন্তব্য করলেন রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ৷ পেট্রল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক যথাক্রমে 5 টাকা এবং 10 টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে আরজেডি (Rashtriya Janata Dal, RJD) নেতা ভবিষ্যদ্বাণী করলেন যে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের পর ফের পেট্রোপণ্যের দাম বাড়বে ৷
বুধবার আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব চিকিৎসার জন্য দিল্লিতে পৌঁছান ৷ সেখানে তিনি এই শুল্ক কমানোটা নিছক একটা নাটক বলে মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন ৷ তাঁর মতে, যেভাবে জ্বালানির দাম বেড়েছে, তাতে এই পরিমাণ আবগারি শুল্ক (Excise Duty) কমানোটা যথেষ্ট নয় ৷ আরজেডি প্রধান একটি সংবাধমাধ্যমে বলেন, "যদি প্রতি লিটারে 50 টাকা করে দাম কমানো হত, তাহলে মানুষ মুক্তি পেত ৷ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর ফের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হবে ৷" বুধবার নরেন্দ্র মোদি সরকার পেট্রল ও ডিজেলে আবগারি শুল্ক কমানোর কথা ঘোষণা করে, যা আজ থেকে কার্যকর হওয়ার কথা ৷