পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sushmita Sen-Lalit Modi: 'সঙ্গিনী' সুস্মিতাকে নিয়ে ললিতের 'নতুন জীবন'

সুস্মিতা সেনের সঙ্গে চার-হাত এক হতে চলেছে ললিত মোদির (Lalit Modi is dating Sushmita Sen) ?

Sushmita Sen
Sushmita Sen

By

Published : Jul 14, 2022, 8:54 PM IST

Updated : Jul 14, 2022, 11:06 PM IST

লন্ডন, 14 জুলাই: তবে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রাক্তন ভারতসুন্দরী ? নেটমাধ্যমে সুস্মিতা সেনের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ললিত মোদি ৷ বৃহস্পতিবার সেই ছবি দেখার পর থেকেই গুঞ্জন তীব্র হয়েছে বিভিন্ন মহলে ৷ যদিও ললিতের টুইটার হ্যান্ডেল বলছে, বেশ কিছুদিন ধরেই একে অপরকে ডেট করছেন তাঁরা ৷ তবে সম্পর্কের আইনি পরিণতি কবে হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি (Lalit Modi is dating Sushmita Sen) ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় সোশালের দেওয়ালে একের পর এক ছবি । কোথাও প্রাক্তন আইপিএল কর্তা বুকে জড়িয়ে ধরেছেন প্রাক্তন বিশ্বসুন্দরীকে । কোথাও হাসিতে মেতেছে যুগল । ছবি পোস্ট করে মোদি লিখেছেন, ‘পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়াতে এসেছি । বেটারহাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু ।’

স্বভাবতই এহেন ছবি, একই সঙ্গে সুস্মিতার হাতে জ্বলজ্বলে আংটি দেখে অনেক কিছুই আঁচ করে ফেলে নেটপাড়া ৷ গুঞ্জন উঠেছে বিয়েরও ৷ সে সময়েই ফের আরেক ঘোষণা মোদির ৷ আরেক বার্তায় জানিয়ে দিলেন, বিয়ে হয়নি ৷ প্রেম করছেন দু'জনে ৷ যদিও বিয়েরও যে বিশেষ দেরি নেই তাও জানাতে ভোলেননি প্রাক্তন আইপিএল কর্তা ৷

আরও পড়ুন : রোহমানই প্রথম নন, অতীতে বহুবার হৃদয় ভেঙেছে প্রাক্তন বিশ্বসুন্দরীর

সদ্যই প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বছর 46-এর সুস্মিতার ৷ তবে এটাই প্রথম নন, আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন দেশের প্রথম মিস ইউনিভার্স ৷ যদিও 2008-10 সাল নাগাদও একবার ললিত মোদির সঙ্গেই নাম জড়িয়েছিল তাঁর ৷ একদশক পর সেই জল্পনাই সত্যি প্রমাণ করল জুটিতে ৷

Last Updated : Jul 14, 2022, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details