লন্ডন, 14 জুলাই: তবে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রাক্তন ভারতসুন্দরী ? নেটমাধ্যমে সুস্মিতা সেনের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ললিত মোদি ৷ বৃহস্পতিবার সেই ছবি দেখার পর থেকেই গুঞ্জন তীব্র হয়েছে বিভিন্ন মহলে ৷ যদিও ললিতের টুইটার হ্যান্ডেল বলছে, বেশ কিছুদিন ধরেই একে অপরকে ডেট করছেন তাঁরা ৷ তবে সম্পর্কের আইনি পরিণতি কবে হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি (Lalit Modi is dating Sushmita Sen) ৷
বৃহস্পতিবার সন্ধ্যায় সোশালের দেওয়ালে একের পর এক ছবি । কোথাও প্রাক্তন আইপিএল কর্তা বুকে জড়িয়ে ধরেছেন প্রাক্তন বিশ্বসুন্দরীকে । কোথাও হাসিতে মেতেছে যুগল । ছবি পোস্ট করে মোদি লিখেছেন, ‘পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়াতে এসেছি । বেটারহাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু ।’