পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

MP tunnel accident : মধ্যপ্রদেশের স্লিমানাবাদে নির্মীয়মান খাল ভেঙে নিখোঁজ 4

শনিবার রাতে হঠাৎ নির্মীয়মান খালটি ভেঙে যায় ৷ ভিতরে পড়ে যান 9 জন শ্রমিক ৷ 5 জনকে উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজ এখনও মেলেনি (MP tunnel accident) ৷

MP tunnel accident in Sleemanabad in Katni district of Madhya Pradesh
মধ্যপ্রদেশের কাটনি জেলায় নিখোঁজ 4 শ্রমিক

By

Published : Feb 13, 2022, 12:30 PM IST

ভোপাল, 13 জানুয়ারি :নির্মীয়মান খাল ভেঙে নিখোঁজ শ্রমিক ৷ শনিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কাটনি জেলার স্লিমানাবাদে ৷ 9 জন শ্রমিক ওই গর্তের ভিতরে পড়ে যান ৷ এখনও পর্যন্ত 5 জনকে উদ্ধার করা গিয়েছে (Labourers missing after an under-construction tunnel caved in Sleemanabad in Katni district of Madhya Pradesh) ৷

সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে 30 নং জাতীয় সড়ক সংলগ্ন মাটির তলায় থাকা বর্গি ক্যানালের (Bargi underground canal caved in) একটি অংশ ভেঙে ভিতরে ঢুকে যায় ৷ এই খালটির গভীরতা 70 ফুট ৷ সেই সময় শ্রমিকেরা কাজ করছিলেন ৷ ফলে অন্ততপক্ষে ন'জন শ্রমিক ভিতরে আটকে পড়েন ৷

আরও পড়ুন : Train Incident in Bhopal: রেল লাইনে ঝাঁপিয়ে একটি মেয়ের প্রাণ বাঁচালেন ছুতোর মিস্ত্রি

দুর্ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পৌর এবং প্রশাসনিক আধিকারিকেরা উদ্ধারকার্য শুরু করেন ৷ সঙ্গে ছিলেন এসপি সুনীল জৈন, এসডিআরএফ, নির্মীয়মান কোম্পানির আধিকারিকেরা ৷ জেলাশাসক প্রিয়াঙ্ক মিশ্র জানিয়েছেন ধ্বংসস্তূপ থেকে শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে ৷ পাঁচজনকে বের করে আনা গেলেও চারজনের হদিশ মিলছে না ৷

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ৷ তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন ৷ যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁরা এখন স্থিতিশীল ৷ যদিও একজনের পায়ে আঘাত লেগেছে ৷

নির্মীয়মান খালটি জবলপুরে 60 হাজার হেক্টর, কাটনির 21 হাজার 823 হেক্টর এবং সাতনা জেলার 1 লক্ষ 59 হাজার 655 হেক্টর জমিতে জলসেচের প্রয়োজনীয় জল জোগান দিতে পারবে ৷ হায়দরাবাদের একটি সংস্থা এটি তৈরির দায়িত্বে রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details