মাণ্ড্য (কর্ণাটক), 22 জানুয়ারি: রামরাজ্য এবং রাম-সীতাকে নিয়ে করা মন্তব্যে জেরে ফের একবার বিতর্কে জড়ালেন প্রসিদ্ধ লেখক ও বুদ্ধিজীবী কে এস ভগবান (KS Bhagawan comment on Lord Ram) ৷ তাঁর দাবি, রামরাজ্য, অর্থাৎ রাজা রামের দ্বারা শাসিত রাজ্য় মোটেই কোনও আদর্শ রাজ্য ছিল না ৷ একইসঙ্গে তাঁর দাবি, রাম নাকি সন্ধেবেলা তাঁর স্ত্রী সীতার সঙ্গে বসে সুরাপান করতেন ! স্বাভাবিকভাবে লেখকের এহেন মন্তব্যে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে ৷
ঠিক কী বলেছেন কে এস ভগবান ?
কর্ণাটকের মাণ্ড্যয় একটি বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দেন এই প্রবীণ লেখক ৷ সেখানে রামরাজ্য এবং রাম-সীতাকে নিয়ে উপরোক্ত মন্তব্য দু'টি করেন তিনি ৷ তাঁর কথায়, "প্রভু রামকে কখনই আদর্শ বলা যায় না ৷ রাম সন্ধেবেলা তাঁর স্ত্রীর সঙ্গে বসে সুরাপান করতেন ৷ দিনের বেশিরভাগ সময়টাও তিনি মদ্যপান করেই কাটাতেন ৷ তিনি তাঁর স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দেন ৷ আর তা নিয়ে তাঁর মনে কোনও তাপোত্তাপ ছিল না ! গাছের ছায়ায় বসে তপস্য়া করছিলেন শম্ভুকা ৷ তিনি একজন শুদ্র ছিলেন ৷ রাম তাঁর শিরোচ্ছেদ করেন ৷ এইরকম একজন মানুষ কীভাবে কারও আদর্শ হতে পারেন ?"