নয়াদিল্লি, 12 মে : করোনা সংক্রমণের হারে দেশের প্রথম 20টি জেলার মধ্যে রয়েছে কলকাতা ও উত্তর 24 পরগনা ৷ কেন্দ্রের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, এমনই তথ্য উঠে এসেছে ৷ যেখানে বলা হয়েছে, গত এক সপ্তাহে এই দুই জেলায় টেস্ট হওয়া নমুনার প্রায় 50 শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে ৷ যা চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রকের ৷ তবে, শুধু কলকাতা বা উত্তর 24 পরগনা নয় ৷ ভারতের মোট 20টি জেলা এমন রয়েছে, যেখানে করোনা পরীক্ষার পঞ্চাশ শতাংশ রিপোর্ট পজিটিভ আসছে ৷
কেন্দ্রের দেওয়া হিসেব অনুযায়ী, 4 মে থেকে 10 মে পর্যন্ত কলকাতায় পরীক্ষা হওয়া নমুনার 44.4 শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে ৷ অন্যদিকে, উত্তর 24 পরগনায় পরীক্ষা হওয়া সোয়াব টেস্টের 46.7 শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে ৷ জানা গিয়েছে এই 7 দিনের রিপোর্ট কলকাতা ও উত্তর 24 পরগনা জেলায় প্রায় 50 হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ যা গত সপ্তাহে সংক্রমণের প্রায় 40 শতাংশ ৷ প্রসঙ্গত, মঙ্গলবার এই দুই জেলায় মিলিয়ে প্রায় 8 হাজার সংক্রমণ হয়েছে এবং মৃত্যু হয়েছে 76 জনের ৷