পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংক্রমণের হারে দেশের প্রথম 20টি জেলার মধ্যে রাজ্যের 2 - উত্তর 24 পরগনা

কেন্দ্রের দেওয়া হিসেব অনুযায়ী, 4 মে থেকে 10 মে পর্যন্ত কলকাতায় পরীক্ষা হওয়া নমুনার 44.4 শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে ৷ অন্যদিকে, উত্তর 24 পরগনায় পরীক্ষা হওয়া সোয়াব টেস্টের 46.7 শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে ৷ জানা গিয়েছে এই 7 দিনের রিপোর্ট কলকাতা ও উত্তর 24 পরগনা জেলায় প্রায় 50 হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন ৷

kolkata-and-north-24-pargana-are-among-the-first-20-districts-in-the-country-to-be-covid-19-infected
সংক্রমণে দেশের প্রথম 20টি জেলার মধ্যে কলকাতা ও উত্তর 24 পরগনা

By

Published : May 12, 2021, 7:44 PM IST

নয়াদিল্লি, 12 মে : করোনা সংক্রমণের হারে দেশের প্রথম 20টি জেলার মধ্যে রয়েছে কলকাতা ও উত্তর 24 পরগনা ৷ কেন্দ্রের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, এমনই তথ্য উঠে এসেছে ৷ যেখানে বলা হয়েছে, গত এক সপ্তাহে এই দুই জেলায় টেস্ট হওয়া নমুনার প্রায় 50 শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে ৷ যা চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রকের ৷ তবে, শুধু কলকাতা বা উত্তর 24 পরগনা নয় ৷ ভারতের মোট 20টি জেলা এমন রয়েছে, যেখানে করোনা পরীক্ষার পঞ্চাশ শতাংশ রিপোর্ট পজিটিভ আসছে ৷

কেন্দ্রের দেওয়া হিসেব অনুযায়ী, 4 মে থেকে 10 মে পর্যন্ত কলকাতায় পরীক্ষা হওয়া নমুনার 44.4 শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে ৷ অন্যদিকে, উত্তর 24 পরগনায় পরীক্ষা হওয়া সোয়াব টেস্টের 46.7 শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে ৷ জানা গিয়েছে এই 7 দিনের রিপোর্ট কলকাতা ও উত্তর 24 পরগনা জেলায় প্রায় 50 হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ যা গত সপ্তাহে সংক্রমণের প্রায় 40 শতাংশ ৷ প্রসঙ্গত, মঙ্গলবার এই দুই জেলায় মিলিয়ে প্রায় 8 হাজার সংক্রমণ হয়েছে এবং মৃত্যু হয়েছে 76 জনের ৷

আরও পড়ুন : 44 দেশে মিলেছে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট: হু

তবে, এই পরিস্থিতিতে রাজ্যে সম্পূর্ণ লকডাউন করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, রাজ্যে পূর্ণ লকডাউন করলে ব্যাহত হবে জনজীবন ৷ তাঁর মতে, মানুষ নিজেদের উপর নিয়ন্ত্রণ আনলেই রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যাবে ৷ প্রসঙ্গত, প্রথমবার পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ 20 হাজারের সংখ্যা পেরিয়েছে ৷ যেখানে মোট সক্রিয় রোগীর সংখ্যা প্রায় 1 লক্ষ 27 হাজার ৷

ABOUT THE AUTHOR

...view details