সুরাত (গুজরাত), 12 ফেব্রুয়ারি: শুনেছেন কোনওদিন মানত করলে কাশি সেরে যায় ৷ শোনেননি তো ? হ্যাঁ আবাক লাগলেও ভারতেই রয়েছে এমন মন্দির ৷ যেখানে কাশি সারাতে মানত করতে আসেন সকলে ৷ জানেন কী দেশের কোথায় রয়েছে এই মন্দির ৷ চলুন তাহলে বলি ৷
গুজরাতের সুরাতে গেলেই দেখা মিলবে এই মন্দিরের ৷ অম্বিকা নিকেতনের কাছে রয়েছে এই মন্দির ৷ যা খোখলি মাতার মন্দির (Khokhli Mata Temple) নামে পরিচিত ৷ এই মাতাজির মন্দিরে আশেপাশের লোকেরা কাশি সারার জন্য মানত করতে আসেন । শুধু তাই নয়, এখানে দেশ-বিদেশের ভক্তরাও আসেন । মানত পূরণের পর লোকেরা মাতাজিকে গাঠিয়া ভোগ হিসাবে দেন । সেটাই প্রসাদ আকারে বিতরণ করা হয় ৷ তবে শুধু পার্লে পয়েন্টেই নয়, কাপোদ্রা এলাকায়ও রয়েছে খোখলি মাতার মন্দির ৷
গুজরাতের সবচেয়ে জনপ্রিয় খাবার হল গাঠিয়া ৷ কিন্তু খুব কম লোকই জানেন যে মাতাজির মন্দিরে গাঠিয়া দেওয়া হয় । খোখালি মাতার মন্দিরটি সুরাতের পার্লে পয়েন্ট এবং কাপোদ্রা এলাকায় অবস্থিত । এই পুরাতন মন্দির সম্পর্কে মানুষের একটি বিশ্বাস রয়েছে, যাদের কাশির সমস্যা আছে তাঁরা এখানে মন্দির দর্শন করতে আসেন ৷ তারা মনে করেন তাহলে তাঁদের সমস্যার সমাধান হয়ে যায় ৷ মানত করে গেলে তাঁদের কাশি সেরে যায় ৷ মানত পূরণ হয়ে গেলে ভক্তরা মাতাজিকে প্রসাদ হিসাবে গাঠিয়া নিবেদন করেন । দেশ-বিদেশ থেকে মানুষ এখানে আসেন মানত করতে ৷