নয়াদিল্লি, 9 অক্টোবর: মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পেরিয়ে গিয়েছে ৷ 17 অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচনে এখন দু'জন প্রতিদ্বন্দ্বী- শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়গে ৷ দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ (Central Election Authority, CEA) জানিয়েছেন, সমস্ত রাজ্য মিলিয়ে 67টি বুথের বন্দোবস্ত করা হয়েছে ৷
কেন্দ্রীয় নির্বাচনী কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি (Madhusudan Mistry, Chairman of the CEA) বলেন, "সর্বভারতীয় কংগ্রেস কমিটিতেও একটি বুথ থাকবে ৷ সেখানে প্রবীণ কংগ্রেস নেতারা, ওয়ার্কিং কমিটির সদস্য এবং যাঁদের কাছে অন্য রাজ্যের আইডেন্টিটি কার্ড থাকলেও তাঁরা দিল্লিতে থাকেন- তাঁরা ভোট দিতে পারবেন ৷ যদি কেউ লেখেন যে, তাঁরা দিল্লিতে ভোট দিতে চান, তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে ৷ তাঁরা এআইসিসিতেও ভোট দিতে পারেন ৷" পাশাপাশি ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) অংশ নিয়েছেন এমন নেতা-কর্মী এবং রাহুল গান্ধির (Rahul Gandhi) জন্যও ক্যাম্প বুথ থাকবে ৷