পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেরলে করোনার ভ্যাকসিন ফান্ডে অনুদান কৃষক দম্পতি - কৃষক

রাভানেশ্বরমের বাসিন্দা থেক্কেপাল্লাথ কুট্টায়ন ও তাঁর স্ত্রী চিরুথা এই টাকা উডুমা বিধানসভার বিধায়ক সিএইচ কুঞ্জাম্বু’র হাতে তুলে দেন ৷ কেরলে করোনার যে দ্বিতীয় ঢেউ হানা দিয়েছে, তার থেকে মুক্তি পেতে কুট্টায়নের সামান্য কিছু অবদান রাখলেন বলে জানিয়েছেন ৷

kerala-vaccine-challenge-farmer and his-wife-contribute-rs-50000-on-50th-wedding-anniversary
কেরলে করোনার ভ্যাকসিন ফান্ডে অনুদান কৃষকের

By

Published : May 26, 2021, 4:31 PM IST

কাসারাগোদ (কেরল), 26 মে : কেরলের মুখ্য়মন্ত্রীর ‘ভ্যাকসিন চ্যালেঞ্জ’ ফান্ডে 50 হাজার টাকা অনুদান হিসেবে জমা করলেন এক কৃষক দম্পতি ৷ তাঁদের 50তম বিবাহ বার্ষিকী উপলক্ষে এই অনুদান দিয়েছে তাঁরা ৷ কেরলের কাসারাগোদ জেলার বাসিন্দা ওই কৃষক ৷

আরও পড়ুন : করোনার ভ্যাকসিন নষ্টে শীর্ষে ঝাড়খণ্ড, জানাল স্বাস্থ্যমন্ত্রক

রাভানেশ্বরমের বাসিন্দা থেক্কেপাল্লাথ কুট্টায়ন ও তাঁর স্ত্রী চিরুথা এই টাকা উডুমা বিধানসভার বিধায়ক সিএইচ কুঞ্জাম্বু’র হাতে তুলে দেন ৷ কেরলে করোনার যে দ্বিতীয় ঢেউ হানা দিয়েছে, তার থেকে মুক্তি পেতে কুট্টায়নের সামান্য কিছু অবদান রাখলেন বলে জানিয়েছেন ৷ তিনি আরও জানিয়েছেন, তাঁর এই অবদানে যদি 4 জন মানুষও প্রাণে বাঁচেন, তবে তিনি নিজেকে ধন্য বলে মনে করবেন ৷ আজীবন কুট্টায়ন চাষাবাদ করে জীবনযাপন করছেন ৷ খুবই কম জিনিসই আছে যা তিনি নিজের হাতে চায করেননি ৷ বর্তমানে তিনি সুপারি চাষ করে উপার্জন করছেন ৷ চাষের পাশাপাশি কুট্টায়ন তাঁর চাষাবাদের অভিজ্ঞতা যুবকদের সঙ্গে ভাগ করে নেন ৷

ABOUT THE AUTHOR

...view details