তিরুবনন্তপুরম, 22 নভেম্বর: বিয়েতে সেনাবাহিনীকে আমন্ত্রণ (Army Invited in Wedding) জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সবার নজর কাড়লেন কেরলের এক দম্পতি ৷ দেশের প্রতি ভালোবাসার জন্য জওয়ানদের ধন্যবাদও জানান তাঁরা (Kerala Couple invites Army to wedding)৷ আমন্ত্রণ পেয়ে তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে সেনা ঘাঁটিতে ডেকে এনে সংবর্ধনা দিয়েছে বাহিনী ৷ এই ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
রাহুল তামিলনাড়ুর কোয়েম্বাটোরে একজন সহকারী ব্যাংক ম্যানেজার এবং কার্তিকা একজন আইটি পেশাদার ৷ কেরলের টেকনোপার্কে তিনি কর্মরত ৷ রাহুল এবং কার্তিকা 10 নভেম্বর তাঁদের বিয়ের জন্য সেনাবাহিনীকে একটি আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন ৷ দেশের প্রতি ভালোবাসা, সংকল্প এবং দেশপ্রেমের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে একটি হাতে লেখা নোটও পাঠিয়েছিলেন তাঁরা । সেই নোটে তাঁরা লেখেন, "আমাদের সুরক্ষিত রাখার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ ও ঋণী । আপনাদের জন্যই আমরা শান্তিতে ঘুমাই । আমাদের প্রিয়জনদের সঙ্গে আমাদের সুখে দিন কাটাই, সে জন্য আপনাদের ধন্যবাদ । আপনাদের জন্যই আমরা সুখে সংসার করি । আমাদের বিশেষ দিনে আপনাদের আমন্ত্রণ জানাতে পেরে অত্যন্ত আনন্দিত । আমরা আপনার উপস্থিতি ও প্রার্থনা কামনা করছি । আমাদের রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ ৷"