কলকাতা, 24 মে : করোনার ভ্যাকসিন নিয়ে এবার নতুন অভিযোগ সামনে এল ৷ অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর দাবি, ফাইজার ও মোডের্না নামে দু’টি সংস্থা তাঁর সরকারের কাছে ভ্যাকসিন বিক্রি করতে অস্বীকার করেছে ৷ সোমবার সংবাদসংস্থা এএনআই দিল্লির মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে এই খবর টুইট করেছে ৷
অরবিন্দ কেজরিওয়ালের দাবি, ওই দু’টি সংস্থা শুধুমাত্র ভারত সরকারকে করোনার ভ্যাকসিন বিক্রি করবে বলে জানিয়ে দিয়েছে ৷ তাই কেন্দ্রীয় সরকারের প্রতি তাঁর আবেদন, ভ্যাকসিন আমদানি করে তা রাজ্যগুলিকে দেওয়া হোক ৷