পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভ্যাকসিন বিক্রি করতে চাইছে না ফাইজার-মডের্না, অভিযোগ কেজরিওয়ালের - Covid Vaccine

গত জানুয়ারি মাসে যখন করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়, তখন তা কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে দিচ্ছিল ৷ পরে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জানানো হয় যে চাইলে রাজ্যগুলিও ভ্যাকসিন কিনতে পারবে ৷

ভ্যাকসিন বিক্রি করতে চাইছে না ফাইজার-মডের্না, অভিযোগ কেজরিওয়ালের
ভ্যাকসিন বিক্রি করতে চাইছে না ফাইজার-মডের্না, অভিযোগ কেজরিওয়ালের

By

Published : May 24, 2021, 1:22 PM IST

কলকাতা, 24 মে : করোনার ভ্যাকসিন নিয়ে এবার নতুন অভিযোগ সামনে এল ৷ অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর দাবি, ফাইজার ও মোডের্না নামে দু’টি সংস্থা তাঁর সরকারের কাছে ভ্যাকসিন বিক্রি করতে অস্বীকার করেছে ৷ সোমবার সংবাদসংস্থা এএনআই দিল্লির মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে এই খবর টুইট করেছে ৷

অরবিন্দ কেজরিওয়ালের দাবি, ওই দু’টি সংস্থা শুধুমাত্র ভারত সরকারকে করোনার ভ্যাকসিন বিক্রি করবে বলে জানিয়ে দিয়েছে ৷ তাই কেন্দ্রীয় সরকারের প্রতি তাঁর আবেদন, ভ্যাকসিন আমদানি করে তা রাজ্যগুলিকে দেওয়া হোক ৷

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে যখন করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়, তখন তা কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে দিচ্ছিল ৷ পরে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জানানো হয় যে চাইলে রাজ্যগুলিও ভ্যাকসিন কিনতে পারবে ৷

আরও পড়ুন :যশ প্রস্তুতি খতিয়ে দেখতে আকাশপথে সুন্দরবন পরিদর্শন জেলাশাসকের

কিন্তু কেজরিওয়ালের অভিযোগের পর নতুন করে প্রশ্ন উঠছে ভ্যাকসিনের বণ্টন নিয়ে ৷ কারণ, প্রতিটি রাজ্যেই প্রায় ভ্যাকসিনের ঘাটতি রয়েছে ৷ তাই প্রশ্ন উঠছে যে সেই ঘাটতি যদি রাজ্যগুলি সরাসরি ভ্যাকসিন কিনে মেটাতে না পারে, তাহলে কীভাবে মিটবে ?

ABOUT THE AUTHOR

...view details