পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kashmiri Pandit Shot Dead: সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুনের অভিযোগ - জম্মু ও কাশ্মীর

ফের কাশ্মীরি পণ্ডিতকে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনাস্থল জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) শোপিয়ানের চৌধুরীগুন্ড গ্রামে ৷

Kashmiri Pandit Shot Dead in Shopian Kashmir
Kashmiri Pandit Shot Dead: সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুনের অভিযোগ

By

Published : Oct 15, 2022, 1:46 PM IST

Updated : Oct 15, 2022, 3:25 PM IST

শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 15 অক্টোবর : ফের কাশ্মীরে পণ্ডিত হত্যার (Kashmiri Pandit Shot Dead) অভিযোগ উঠল ৷ এবার ঘটনাস্থল জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) শোপিয়ানের চৌধুরীগুন্ড গ্রামে ৷ শনিবার ওই কাশ্মীরি পণ্ডিতকে (Kashmiri Pandit) গুলি করে খুন করা হয় বলে অভিযোগ ৷ পুলিশ জানিয়েছে, নিহতের নাম পুরণ কিষাণ ভাট ৷ তিনি ওই গ্রামেরই বাসিন্দা ৷

পুলিশ জানিয়েছে, প্রথমে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ৷ সোপিয়ানের জেলা হাসপাতালে পাঠানো হয় তাঁকে ৷ সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাও শুরু হয় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ মৃত্যু হয় ওই ব্যক্তির ৷

কে খুন করল, সেই বিষয়ে এখনও কিছু পুলিশ জানতে পারেনি৷ তবে আততায়ীর সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে ৷ জানা গিয়েছে, ওই এলাকায় পণ্ডিত সমাজের তিনজনের উপর হামলা হয়েছে ৷ গতমাসে এই ধরনের ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল ৷

আরও পড়ুন :সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতদের উপর গুলি চালাল জঙ্গিরা, মৃত 1

Last Updated : Oct 15, 2022, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details