নয়াদিল্লি, 4 ডিসেম্বর : 2019 সালে জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্ত হওয়ার পরই সুদিন ফিরেছে উপত্যকার ৷ দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah on Repeal of Article 370) ৷ এই প্রসঙ্গে শনিবার তিনি বলেন, ‘‘ওই ঘটনার পরই কাশ্মীরে শান্তি ফিরেছে ৷ ব্যবসার পসার বেড়েছে ৷ বেড়েছে পর্যটকদের সংখ্য়াও ৷’’
আরও পড়ুন :13th anniversary of 26/11 Attack : 13 বছরেও ফিকে হয়নি মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলা, টুইট অমিত শাহের
এদিন দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান করেন অমিত শাহ ৷ সেখানেই তাঁর ভাষণে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন অমিত ৷ একইসঙ্গে, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্তূতিও শোনা গিয়েছে শাহের গলায় (Amit Shah on Prime Minister Narendra Modi's role to combat Covid-19) ৷ তাঁর দাবি, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশজুড়ে অক্সিজেনের সঙ্কট মোকাবিলায় যথাযথ পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী ৷ হাতে থাকা সম্পদ ব্যবহার করে যাতে সর্বোচ্চ লাভ আদায় করা যায়, তা নিশ্চিত করেছেন তিনি ৷ অমিত শাহ অন্তত এমনটাই মনে করেন ৷
এদিন অমিত শাহের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের (Amit Shah on Surgical Strike) প্রসঙ্গও উঠে আসে ৷ তিনি বলেন, ‘‘সীমান্ত পেরিয়ে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটাচ্ছে পাকিস্তান ৷ ভারত তার যোগ্য জবাব দিয়েছে ৷ শত্রুর ঘাঁটিতে ঢুকে তাদের গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী ৷’’ কাশ্মীর প্রসঙ্গে অমিত বলেন, ‘‘জম্মু-কাশ্মীরের উপর থেকে যে 370 এবং 35এ ধারা দু’টি প্রত্যাহার করা সম্ভব, একথা কেউ কোনও দিন ভাবতেও পারেননি ৷ কিন্তু, 2019 সালে প্রধানমন্ত্রী মোদি সেটাই করে দেখিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘আমি বলতে পারি, কাশ্মীরে এখন শান্তি রয়েছে ৷ কাশ্মীরে বিনিয়োগ আসছে ৷ পর্যটকদের আনাগোনাও বাড়ছে ৷ ধীরে ধীরে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ৷ দেশের বাকি অংশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর দিকে এগোচ্ছে উপত্যকা ৷’’
আরও পড়ুন :TMC delegation meets Amit Shah : ত্রিপুরায় হিংসা বন্ধের আশ্বাস দিয়েছেন শাহ , দাবি তৃণমূলের
অমিত শাহের মতে, মোদি জমানায় করা সার্জিক্যাল স্ট্রাইক ভারত সম্পর্কে পৃথিবীর বাকি দেশের ধারণা বদলে দিয়েছে ৷ ভারতীয় বাহিনী পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, সীমান্ত পেরিয়ে ভারতে সন্ত্রাস ছড়ানো সহজ নয় ৷ এতদিন আমেরিকা ও ইজরায়েলের মতো দেশগুলিই এই ধরনের কাজ করত ৷ এখনও ভারতও সেই তালিকায় ঢুকে পড়েছে ৷ তবে ভারত যে কখনও বিশ্বে অশান্তি ছড়ানোর পক্ষপাতি নয়, তাও স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা সকলের সঙ্গেই শান্তিতে থাকতে চাই ৷ দেশের সীমান্তগুলি সুরক্ষিত রাখা আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ৷ আর আমরা এই বিষয়ে নির্দিষ্ট ও জোরালো বার্তা দিতে সক্ষম হয়েছি ৷’’