কুপওয়ারা, 3 এপ্রিল: 7 বছরের কন্যাসন্তানকে গলার নলি কেটে হত্যা করেছেন বাবা ৷ অভিযুক্ত নিজেই অপরাধের কথা স্বীকার করেছেন ৷ গত সপ্তাহে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার লোলাবের খুরহামা জাব এলাকায় ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড ৷ বাড়ির বাইরে ওই শিশুর গলা কাটা দেহ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ ৷
গত বুধবার রাতে বাড়ি থেকে মাত্র 30 মিটার দূরে মেয়েটির দেহ পাওয়া যায় । এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে উপত্যকায় ৷ ক্ষিপ্ত হয়ে ওঠেন মানুষজন ৷ সমাজের বিভিন্ন অংশ থেকে অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় ৷ কুপওয়ারার সিনিয়র পুলিশ সুপার ইউগাল মানহাস সাংবাদিকদের জানান যে, মেয়েটির দেহ মেলার পরে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবাকে পুলিশ হেফাজতে নিয়েছিল ৷
এসএসপি বলেন, "জিজ্ঞাসাবাদে জঘন্য অপরাধের কথা স্বীকার করেন শিশুটির বাবা । অপরাধে ব্যবহৃত ছুরিটিও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ।" তিনি আরও বলেন, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে এবং বিষয়টির তদন্ত চলছে । কী উদ্দেশ্যে ওই ব্যক্তি তাঁর কন্যাকে নৃশংস ভাবে খুন করেছেন, তার তদন্ত করছে পুলিশ ৷
যে দিন মৃতদেহটি পাওয়া যায়, সে দিন উত্তর কাশ্মীরের নিকটবর্তী বারামুল্লা জেলায় আরও একটি নৃশংস অপরাধের ঘটনা ঘটে ৷ এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর মাকে হত্যার অভিযোগ ওঠে ৷ অভিযুক্ত শওকত আহমেদ গানাই (28) পেশায় একজন চালক ৷ তিনি মাদকাসক্ত অবস্থায় মাকে হত্যা করেন বলে অভিযোগ ৷ বারামুল্লার সোপোর এলাকার ডেঙ্গেরপোরায় তাঁর 70 বছর বয়সি মা আশা বেগমকে তিনি শ্বাসরোধ করে হত্যা করেছেন - এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অপরাধ স্বীকার করলেও কোনও কারণ উল্লেখ করেনি ।
আরও পড়ুন:ভাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, গাড়িতে পুড়িয়ে মারা হল দাদাকে