বেঙ্গালুরু, 16 এপ্রিল:দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ৷ তাঁকে বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
শুক্রবারই রাজ্যের কোভিড 19 পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য নিজের বাড়িতে বৈঠক করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ৷ কিন্তু তার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ তাঁর কোভিড পরীক্ষা করার পর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ প্রথমে তাঁকে রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তাঁর কোভিড ধরা পড়ার পর তাঁকে মণিপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷
গত কয়েকদিন ধরে তাঁর জ্বর ছিল ৷ দু দিন আগেই তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন ৷ তবে তখন রিপোর্ট নেগেটিভ আসে ৷ গত বছর অগস্ট মাসে প্রথমবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন ইয়েদুরাপ্পা ৷ সম্প্রতি তিনি কোভিড টিকার প্রথম ডোজ়ও নিয়েছিলেন ৷
আরও পড়ুন:ফের রেকর্ড, পরপর দু'দিন 2 লাখের গণ্ডি ছাড়াল সংক্রমণ
শুক্রবার সকালে কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য নিজের বাড়িতে বৈঠক ডাকেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ৷ স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর ও আরও কয়েকজন স্বাস্থ্য আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন ৷ সাংবাদিকদের উদ্দেশ তিনি বলেন, "বেঙ্গালুরু ও আরও কয়েকটি জায়গায় কোভিড পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ৷" 10 এপ্রিল থেকে 20 এপ্রিল কর্নাটকে নাইট কার্ফু জারি করা হয়েছে ৷