বেঙ্গালুরু (কর্ণাটক), 12 জানুয়ারি: শ্মশানে যে সমস্ত কর্মীরা কাজ করেন, তাঁদের জন্য প্রাতঃরাশের আয়োজন করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Karnataka CM Basavaraj Bommai) ৷ বুধবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বেঙ্গালুরুর রেসকোর্স রোডে ৷ সেখানেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় (Bommai Arranges Breakfast for Crematorium Workers) ৷
বোম্মাইয়ের প্রতিশ্রুতি: ওই কর্মীদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়াদাওয়াও করেন বোম্মাই ৷ পাশাপাশি ওই শ্মশান-কর্মীদের কাজ স্থায়ী করারও আশ্বাস দিয়েছেন তিনি ৷ তিনি প্রতিশ্রুতি দেন যে কর্ণাটক সরকার বেঙ্গালুরুতে শ্মশানের সুবিধা বাড়ানোর জন্য আসন্ন বাজেটে পদক্ষেপ করবে ।
তিনি বলেন, "পৌরকর্মীদের মতোই শহরের 130 জন শ্মশান কর্মীদের স্থায়ী চাকরি নিশ্চিত (Service Regularisation for Crematorium Workers) করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ করা হয়েছে । এছাড়া 300 জন অন্যান্য জেলায় রয়েছেন ৷ রাজ্যজুড়ে এই ধরনের সমস্ত কর্মীদের স্থায়ী চাকরি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷"
বোম্মাইকে শ্মশান-কর্মীদের উপহার:ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে উপহারও দেওয়া হয় শ্মশান কর্মীদের সংগঠনের তরফে ৷ তাঁকে কিংবদন্তি রাজা হরিশ্চন্দ্রের পিতলের মূর্তি দেওয়া হয় ৷ ওই উপহার দেওয়া হয়েছে কর্ণাটকের ড. বি আর আম্বেদকর শ্মশান এবং বৈদ্যুতিক শ্মশান কর্মচারী সমিতির পক্ষ থেকে ৷
শ্মশান কর্মীদের জন্য প্রাতঃরাশে কর্ণাটকের মুখ্যমন্ত্রী উপহার পেয়ে আপ্লুত বোম্মাই ৷ তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত পাওয়া উপহারের মধ্যে এটাই সবচেয়ে মূল্যবান ৷ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই মূর্তি এমন জায়গায় রাখবেন, যেখানে তিনি রোজ পুজো দেন ৷ এছাড়া তিনি আধিকারিকদের শ্মশানের কর্মীদের সম্প্রদায়কে ‘হরিশ্চন্দ্র বালাগা’ (হরিশচন্দ্রের সম্প্রদায়) হিসাবে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন ।
পৌরকর্মীদের স্থায়ী চাকরি:কর্ণাটকে প্রায় 40 হাজার পৌরকর্মী রয়েছেন ৷ যাঁদের মধ্যে 11 হাজারের চাকরি স্থায়ী করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ করেছে বোম্মাইয়ের সরকার (Bommai Government) ৷ এবার বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে (বেঙ্গালুরু পৌরনিগম) এর তরফে এবং সরকারি ভাবে রাজ্যের অন্যান্য পৌরকর্মীদের চাকরি স্থানীয় করার জন্য পদক্ষেপ করা হবে ৷
আরও পড়ুন:নয়া ইতিহাস, চেন্নাইতে বসবে জালিকাট্টুর আসর