বেঙ্গালুরু, 16 এপ্রিল:আগামী 10 মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট প্রচার ৷ এর মাঝেই বড় ধাক্কা খেল গেরুয়া শিবির ৷ ভোটে লড়ার টিকিট না পেয়ে রবিবার বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার ৷ কর্ণাটকে বর্তমানে বিজেপির সরকার রয়েছে ৷ প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় এবারের নির্বাচন ক্ষমতাসীন বিজেপির ক্ষেত্রে কঠিন লড়াই হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ তার উপর পদ্ম শিবিরের এই লড়াইকে আরও কঠিন করে তুলেছে তাদের অন্দরের কোন্দল ও টিকিট বণ্টন নিয়ে দ্বন্দ্ব ৷
মূলত এই টিকিট বণ্টন নিয়ে ক্ষোভের কারণেই এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিজেপির এই হেভিওয়েট নেতা ৷ এদিন বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করে তাঁর কাছে পদত্যাগ পত্র জমা দেন শেট্টার ৷ জানা গিয়েছে, জগদীশ শেট্টার হুবলির ধারাওয়াত সেন্ট্রাল কেন্দ্র থেকে এবারের নির্বাচনে লড়তে চেয়েছিলেন ৷ তিনি এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি ৷ সেই ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ এই সুযোগ অবশ্য লুফে নিয়েছে কংগ্রেস, শেট্টারকে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ৷