নয়াদিল্লি, 11 এপ্রিল: কর্ণাটকের বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কল বিজেপি ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান এই তালিকা প্রকাশ করেন ৷ প্রথম দফার এই তালিকায় নাম আছে 189 জনের ৷ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর এই তালিকা প্রকাশ করা হল বলে জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান ৷ তালিকা প্রকাশ করে বিজেপি নেতা বলেন, "নতুন প্রজন্মকে প্রার্থীতালিকায় স্থান দেওয়া হয়েছে ৷" প্রার্থী তালিকায় নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ৷
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার মহিলাদের ক্ষমতায়নের কথা বললেও কর্ণাটকের প্রথম প্রকাশিত বিজেপির 189 জনের প্রার্থীর তালিকায় মহিলার সংখ্যা মাত্র 8 ৷ তবে দক্ষিণ ভারতের এই রাজ্যের জাতপাতের সমীকণের ছাপ রয়েছে প্রার্থী তালিকায় । বিজেপির এই তালিকায় 52 জন নতুন প্রার্থীর নাম আছে ৷ এছাড়াও ওবিসি শ্রেণির 32 জন, তফশিলি জাতির 30 জন ও তফশিলি উপজাতির 16 জন প্রার্থী রয়েছেন এই তালিকায় ৷ রয়েছে 9 জন চিকিৎসকের নাম ৷ রয়েছেন 5 জন আইনজীবী, 8 জন সমাজসেবীর নামও ৷ তালিকায় কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাইয়ের নাম থাকলেও নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার নাম ৷ তবে ইয়েদুরাপ্পার ছেলের নাম আছে ৷